Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Viral: ‘কাঁচা বাদাম’ গানের সাথে নাচ খুদে স্কুল পড়ুয়ার, ভিডিও দেখে মুগ্ধ নেটপাড়া

বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতায় অন্যতম ট্রেন্ডিং গান 'কাঁচা বাদাম'। এই গানের তালে মেতে উঠেছেন গোটা বিশ্ববাসী। গতবছর থেকেই বীরভূমের ভুবন বাদ্যকর রীতিমতো হিট বিশ্বের মানুষের কাছে। তার গানের তালে তাল…

Avatar

বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতায় অন্যতম ট্রেন্ডিং গান ‘কাঁচা বাদাম’। এই গানের তালে মেতে উঠেছেন গোটা বিশ্ববাসী। গতবছর থেকেই বীরভূমের ভুবন বাদ্যকর রীতিমতো হিট বিশ্বের মানুষের কাছে। তার গানের তালে তাল মিলিয়েছেন তারকা থেকে সাধারণ। নেটমাধ্যমের পাতায় চোখ রাখলেই এই গানের তালে নাচতে দেখা যায় একাধিক নেটিজেনকে। তবে সম্প্রতি এই গানের তালে কোমর দোলাতে দেখা গিয়েছে এক একরত্তিকে। বর্তমানে সেই ভিডিওই তুমুল ভাইরাল হয়েছে।

সম্প্রতি নেটমাধ্যমে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে এক স্কুলের একরত্তিকে স্কুল ড্রেসেই ভাইরাল গান কাঁচা বাদামের সাথে নাচতে দেখা গিয়েছে। ভিডিওতে বাচ্চাটিকে গানের সিগনেচার স্টেপ নিখুঁতভাবে করতে দেখা গিয়েছে। এই খুদের নাচ দেখার পর থেকেই নেটিজেনদের বেশিরভাগের মত, এখনো পর্যন্ত এই ভিডিওটিই সেরা। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বাচ্চাটির নাচের ভিডিও পৌঁছে গিয়েছে লাখো নেটনাগরিকদের কাছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আইএএস অফিসার অবনীশ শরণ এই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, সবথেকে মিষ্টি ‘কাঁচা বাদাম’। এছাড়াও এই ভিডিওটি শেয়ার করেছেন গুজরাটের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের ডেপুটি ডিরেক্টর নেহা কাণ্ঠারিয়া। ভিডিওটি যে বেশ নজর কেড়েছে নেটিজেনদের, তা এতক্ষণে স্পষ্ট হয়েছে সকলের কাছেই।

‘কাঁচা বাদাম’ গানটি শোনেননি এমন মানুষ এই মুহূর্তে খুঁজে পাওয়া কঠিন। শোনা গিয়েছে, একটি সঙ্গীত সংস্থার সাথে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়াও রাজনৈতিক জামায়েতে তার ডাক পড়ে মাঝে মাঝেই। কয়েকমাস আগে কলকাতার এক পাঁচতারা হোটেলে পারফর্ম করেছেন ভুবনবাবু। সেখানে তিনিই ছিলেন মধ্যমণি।

আর সেখানেই এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তিনি জানান, তার গান দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। প্রায় সকলেই তার গানের তালে মেতে উঠেছেন। এটি তার ভীষণ ভালো লাগছে। বর্তমানে ধীরে ধীরে শিল্পী তকমা পেতে শুরু করেছেন বীরভূমের ভুবন বাদ্যকর। বম্বে থেকেও নাকি ডাক এসেছে তার। রেকর্ডিং করতেও পৌঁছে গিয়েছেন সেখানে। এ ছাড়াও একাধিক জায়গা থেকে ডাক পড়ছে ভুবনবাবুর। তবে এই জনপ্রিয়তা কতদিন তিনি ধরে রাখতে পারেন সেটাই এখন দেখার।

About Author