Categories: দেশনিউজ

ড্রাইভিং লাইসেন্স নিয়ে কেন্দ্র সরকারের নতুন নিয়ম, জানুন

Advertisement

Advertisement

শুক্রবার সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানান হয়েছে, হাল্কা ও মাঝারি বর্ণান্ধ ব্যাক্তিরা এবার ড্রাইভিং লাইসেন্স পাবেন। তাই মোটর ভেহিকল নিয়মে এবার প্রয়োজনীয় সংশোধন করার নির্দেশ দেওয়া হয়েছে পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের তরফে। মন্ত্রকের তরফে আরও জানান হয়েছে, বিশ্বের অন্যান্য স্থানেও হাল্কা ও মাঝারি বর্ণান্ধদের এই সুবিধা দেওয়া হয়ে থাকে।

Advertisement

মন্ত্রকের তরফে দেওয়া নতুন নিয়মের পর সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের কেন্দ্রীয় মোটর ভেহিকল নিয়ম অর্থাৎ ১৯৮৯-এর ফর্ম ১ ও ফর্ম ১ (এ) সংশোধিত করবার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর এরফলে হাল্কা ও মাঝারি বর্ণান্ধ ব্যক্তিরা ড্রাইভিং লাইসেন্স পাবেন।

Advertisement

কালার ব্লাইন্ডের দেওয়া হচ্ছিল না ড্রাইভিং লাইসেন্স। এরপর চিকিৎসকদের কাছে পরামর্শ নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই নতুন নিয়ম জারি হয়েছে মন্ত্রকের তরফে।

Advertisement

Recent Posts