Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘কাউকে ছাড়া হবে না’, রিয়া চক্রবর্তীর হয়ে ময়দানে নামলেন আইনজীবী সতীশ

NCB - র বিচারাধীনে ছিলেন রিয়া চক্রবর্তী। টানা ২৮ দিন জেল হাজতে সময় কাটান রিয়া, এরপর বাইকুল্লা জেল থেকে ছাড়া পান তিনি। ১ লক্ষ্য টাকা বন্ডে জামিন পান রিয়া এবং…

Avatar

NCB – র বিচারাধীনে ছিলেন রিয়া চক্রবর্তী। টানা ২৮ দিন জেল হাজতে সময় কাটান রিয়া, এরপর বাইকুল্লা জেল থেকে ছাড়া পান তিনি। ১ লক্ষ্য টাকা বন্ডে জামিন পান রিয়া এবং বাড়ি ফিরেই অন্য মূর্তি ধারন করলেন মাদক কান্ডে মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী ( Rhea Chakraborty) । নিজের মুখে নয়, আইনজীবীর মুখ দিয়েই হুঙ্কার ছাড়ছেন সুশান্তের চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তী। এদিন মানশিন্ডে বলেন যে আমি আগেই বলেছিলাম রিয়া চক্রবর্তী একবার জামিন পেয়ে গেলে আমরা এদের বিরুদ্ধে লড়াই শুরু করব।লড়াইয়ে নেমে গেছেন উকিল-মক্কেল। সুশান্তের মৃত্যুর জন্য যারা রিয়াকে কোণঠাসা করেছেন বা যারা রিয়াকেই দ্বায়ী করেছেন তাঁদের বিরুদ্ধে লড়াই শুরু করার হুঙ্কার দিলেন উকিল। যারা দু’মিনিটের খ্যাতির জন্য ইলেকট্রনিক মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়েছে তাঁদের মুখোমুখি হতে পিছপা হবেন না বলে জানিয়ে দিয়েছেন মক্কেল-উকিল উভয়েই।রিয়ার আইনজীবী এদিন বিশেষ ভাবে উল্লেখ করেন রিয়ার প্রতিবেশী ডিম্পল থাওয়ানির কথা। যিনি মূলত বলেছিলেন যে ১৩ ই জুন রিয়া ও সুশান্তের দেখা হয়। কিন্তু সিবিআইয়ের জেরার মুখে কোনও সদুত্তর দিতে পারেননি তিনি। বরং বয়ান বদলে দেন তিনি। অন্য কোনও প্রত্যক্ষদর্শী তাঁকে একথা বলেছিল বলে জানান তিনি। কিন্তু সেই ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনও তথ্য দিতে অস্বীকার করেন তিনি। উল্লেখ্য, রিয়া সিবিআই-এর জেরায় জানিয়েছিলে‌ন যে ৮ ই জুন সুশান্তের সঙ্গে তাঁর খুব ঝামেলা হয় এবং সঙ্গে সঙ্গে তিনি তাঁর ফ্ল্যাট ছেড়ে চলে যান। আর তাঁদের দেখা হয়নি।
About Author