Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

7th Pay Commission: বৃদ্ধি পাবে DA, সেই সঙ্গে মিলবে ৩ মাসের বকেয়া

দেশের কর্মচারীদের সরকারের কাছে অনেক প্রত্যাশা রয়েছে। চলতি মাসেই বড় ঘোষণা করতে পারে সরকার। 2024 সালের জুলাই থেকে কার্যকর করা মহার্ঘ ভাতা সম্পর্কে রয়েছে আপডেট। DA সম্পর্কে আপডেট কী? কেন্দ্রীয়…

Avatar

দেশের কর্মচারীদের সরকারের কাছে অনেক প্রত্যাশা রয়েছে। চলতি মাসেই বড় ঘোষণা করতে পারে সরকার। 2024 সালের জুলাই থেকে কার্যকর করা মহার্ঘ ভাতা সম্পর্কে রয়েছে আপডেট।

DA সম্পর্কে আপডেট কী?

কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীরা যারা সপ্তম পে কমিশনের অধীনে বেতন নিচ্ছেন তারা এর সরাসরি সুবিধা পাবেন। 2024 সালের জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা বাড়ানো হয় 50 শতাংশ। জুন মাসে AICPI সূচকে 1.5 পয়েন্টের বিশাল বৃদ্ধি ছিল। এ কারণে মহার্ঘ ভাতার স্কোরও বেড়েছে। জুন AICPI সূচকে 1.5 পয়েন্টের একটি লাফ দেখা গেছে। মে মাসে এটি ছিল 139.9 পয়েন্টে, যা এখন বেড়ে 141.4 হয়েছে। মহার্ঘ ভাতার স্কোর বেড়ে হয়েছে 53.36। এর মানে স্পষ্ট যে এবার মহার্ঘ ভাতা বাড়ানো হবে 3 শতাংশ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

DA সম্পর্কে ঘোষণা কবে?

জানুয়ারিতে সূচক সংখ্যা ছিল 138.9 পয়েন্ট, যে কারণে মহার্ঘ ভাতা বেড়ে 50.84 শতাংশ হয়েছে।কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা ঘোষণা সেপ্টেম্বর 2024 এর শেষে করা হতে পারে। তবে, এটি শুধুমাত্র জুলাই 2024 থেকে বাস্তবায়িত হবে। সপ্তম বেতন কমিশনের অধীনে, কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের 53 শতাংশ মহার্ঘ ভাতা (DA) দেওয়া হবে। আগামী ২৫ সেপ্টেম্বর হতে চলা মন্ত্রিসভার বৈঠকে তা ঘোষণা করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

৩ মাসের বকেয়া লাভ?

এখন খুশির বিষয় হল কর্মচারী ও পেনশনভোগীরাও ৩ মাসের বকেয়া লাভ করতে পারেন। এই বকেয়া আগের মহার্ঘ ভাতা এবং নতুন মহার্ঘ ভাতার মধ্যে পার্থক্য হবে। কর্মচারীরা বর্তমানে 50 শতাংশ ডিএ এবং ডিআর পাচ্ছেন। এখন তা বেড়ে হবে 53 শতাংশে। এমতাবস্থায় বকেয়া বেতন বৃদ্ধি পাবে ৩ শতাংশ। এর মধ্যে থাকবে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর।

About Author