Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সোমবারের শোভন-বৈশাখীর মিছিলের অনুমতি দিলো না লালবাজার, ফের দ্বন্দ্ব বিজেপি পুলিশের

ফের দ্বন্দ্ব পুলিশ ও বিজেপির মধ্যে। সোমবারের শোভন-বৈশাখীর মিছিলের অনুমতি দিলো না লালবাজার। লালবাজারে তরফে চিঠি দিয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সোমবারের বিজেপির মিছিলের অনুমতি দিচ্ছে না পুলিশ। চিঠিতে বলা…

Avatar

ফের দ্বন্দ্ব পুলিশ ও বিজেপির মধ্যে। সোমবারের শোভন-বৈশাখীর মিছিলের অনুমতি দিলো না লালবাজার। লালবাজারে তরফে চিঠি দিয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সোমবারের বিজেপির মিছিলের অনুমতি দিচ্ছে না পুলিশ। চিঠিতে বলা হয়েছে, ৭০ টি গাড়ি, এত বড় রুট এবং এত মানুষ নিয়ে সোমবার মিছিল করতে দেওয়া সম্ভব না। এত বড় রুট, গাড়ি ও মানুষ নিয়ে বেরোলে একপ্রকার বন্ধ হয়ে যাবে গোটা কলকাতা। সেই যানজট ক্লিয়ার করতে করতে রাত গড়াতে পারে। সেই কারণে পুলিশ সোমবারের শোভন-বৈশাখীর মিছিলের অনুমতি দিতে পারছে না।

লালবাজারের এই সিদ্ধান্তের নিন্দা করেছেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তিনি বলেছেন, “পুলিশের এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক ও লজ্জাজনক। বিজেপি মিছিল করলে কখনোই পুলিশ অনুমতি দেয় না। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রচুর লোক নিয়ে মিছিল করে তখন সেই মিছিলে অনুমতি দেয় পুলিশ। প্রয়োজনে অনুমতি ছাড়াই কালকে মিছিল করবে বিজেপি।” সোমবার অর্থাৎ আগামীকাল শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে মিছিল আয়োজন করেছিল বাংলা বিজেপি। কাল আলিপুর থেকে মুরলীধর লেন স্ট্রীট রাজ্য বিজেপি সদরদপ্তর পর্যন্ত মিছিল করার কথা ছিল। প্রথমেই শোভন বৈশাখীর এই রুট নিয়ে আপত্তি করেছিল পুলিশ। তারপর রুটের সামান্য কিছু পরিবর্তন করে বিজেপি ফের লালবাজারে অনুমতি চেয়ে পাঠায়। কিন্তু তাতে অনুমতি দেয়নি লালবাজার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

একুশে নির্বাচনের আগে কলকাতা বিজেপির বড় দায়িত্ব দেয়া হচ্ছে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর উপর। শোভনকে কলকাতা পর্যবেক্ষক ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সহ পর্যবেক্ষক পদে বসিয়েছে রাজ্য বিজেপি। গত ২৭ ডিসেম্বর এই কথা ঘোষণা করে খোদ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার তাদের প্রথম কলকাতার রাস্তায় গেরুয়া পতাকা হাতে নামার কথা ছিল। তবে লালবাজার তাদের মিছিলের অনুমতি না দেওয়ায় এবার তারা আদৌ মিছিল করবে কি করবে না, সেটাই দেখার।

About Author