Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Aparajita Adhya: ‘লক্ষ্মী কাকিমা’ হয়ে ছোটপর্দায় ফিরছেন অপরাজিতা, নিমেষে ভাইরাল ধারাবাহিকের প্রোমো

বছরের শুরু থেকেই একাধিক চ্যানেলে একাধিক নতুন ধারাবাহিক যুক্ত হয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি ধারাবাহিক শুরু হতে না হতেই নজর কেড়েছে দর্শকদের। এবার জি বাংলার পর্দায় আসতে চলেছে আরও এক…

Avatar

বছরের শুরু থেকেই একাধিক চ্যানেলে একাধিক নতুন ধারাবাহিক যুক্ত হয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি ধারাবাহিক শুরু হতে না হতেই নজর কেড়েছে দর্শকদের। এবার জি বাংলার পর্দায় আসতে চলেছে আরও এক নতুন ধারাবাহিক। কয়েকদিন আগেই শুরু হয়েছে ‘পিলু’। এবার আসতে চলেছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। ইতিমধ্যেই টেলিভিশনের পর্দায় দেখানো হয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে সেটি। এই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় ফিরছেন অপরাজিতা আঢ্য। প্রোমো দেখার পর থেকেই অভিনেত্রীর অনুরাগীরা অপেক্ষায় দিনগোনা শুরু করেছেন।

‘জল নুপুর’এ পারির চরিত্রে শেষ দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এরপর অন্য কোন ধারাবাহিকে দেখা মেলেনি তার। তবে মাঝে টেলিভিশনের বেশ কয়েকটি রান্নার শোয়ের সঞ্চালিকা হিসেবে দেখা দিয়েছিলেন তিনি। তবে খুব শীঘ্রই জি বাংলার পর্দায় এক মধ্যবিত্ত বাড়ির এক মধ্যবয়স্কা নারীর গল্প নিয়ে আসতে চলেছেন অভিনেত্রী। যিনি দশ হাতে সামলান সংসার। পাশাপাশি সামলান নিজেদের মুদির দোকানও। এই ধারাবাহিকে তার বিপরীতে দেখা মিলবে নাট্যব্যক্তিত্ব দেবশঙ্কর হালদারের। এই ধারাবাহিকের প্রোমো দেখার পর থেকেই শোরগোল পড়েছে দর্শকদের মাঝে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

https://www.facebook.com/ZeeBanglaIndia/videos/365954082008420/

সারাদিন সব কাজ করেও লক্ষ্মী কাকিমা পাননা স্বামীর মন। প্রতিপদে সইতে হয় অবহেলা। কিন্তু তবুও তার দৌড়ের বিরাম নেই। সদা সর্বদা হাসি মুখেই থাকেন তিনি। বাড়ির মানুষের কাছে অবহেলা পেলেও পাড়ার মানুষের কাছে তিনি সুপারস্টার। সকাল হতেই লক্ষ্মী কাকিমার দোকানে ভিড় জমান পাড়ার সমস্ত মানুষজন। প্রত্যেকের চাহিদা অনুযায়ী গুছিয়ে সমস্ত জিনিস দেন তিনি। তবে এই ধারাবাহিক কবে থেকে শুরু হতে চলেছে জি বাংলার পর্দায়, তা অবশ্য এখনও জানা যায়নি। সম্ভবত ফেব্রুয়ারি মাস থেকেই জি বাংলায় শুরু হতে পারে এই ধারাবাহিক। প্রোমো দেখার পর থেকেই অপেক্ষায় দিন গোনা শুরু করে দিয়েছেন ধারাবাহিক অনুরাগীরাও।

About Author