একজন ভারতীয় মডেল হিসেবে গ্ল্যামার জগতে আত্মপ্রকাশ করেন কৃতি শ্যানন। এরপর তিনি সুকুমারের তেলেগু চলচ্চিত্র ‘নেনোকাদ্দি” সিনেমা দিয়ে সিনেজগতে প্রবেশ করেন। আর সেই বছর তার প্রথম বলিউড চলচ্চিত্র ছিল সাব্বির খানের রোমান্টিক এ্যাকশনধর্মী সিনেমা হিরোপান্তি সিনেমাতে অভিনয় করে বলিউডে অভিষেক করেন। এই সিনেমাতে কৃতির পাশাপাশি টাইগার শ্রফ ও বলিউডে ডেবিউ করেন। এই চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের সুবাদে কৃতি ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী পুরষ্কার লাভ করেন। এরপর অভিনেত্রীকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

এরপর ব্যক টু ব্যাক হিট উপহার দিয়েছেন কৃতি। গত মাসেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে কৃতি অভিনীত ‘মিমি’। এই ‘মিমি’ ছবির জন্য পুরোপুরি অন্যভাবে নিজেকে মেলে ধরেছেন কৃতি। গ্রামের অবিবাহিত মেয়ের সারোগেসিতে প্রেগন্যান্ট, সারোগেসি থেকে এক শিশুর মায়ের জার্নিতে কৃতি অভিনব অভিনয় করেছেন। তাঁর অভিনয় দর্শকমনে গভীর ছাপ ফেলেছে। তবে মা হওয়ার পর একলাফে ১৫ কেজি ওজন ঝরিয়ে বোল্ড অবতার নজর কেড়েছেন কৃতি। কৃতির হাইভোল্টেজে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

তবে এবার নববধূর সাজে সকলকে চমকে দিলেন সকলের প্রিয় মিমি। করোনা আবহে অনেকেই চুপিচুপি নিজের মনের মানুষের সাথে বিয়ে সেরে নিয়েছেন। সম্প্রতি বলিউড অভিনেত্রী লুকিয়ে লুকিয়ে পাহাড়ের কোলে নিজের মনের মানুষের সাথে সাত পাকে বাধা পড়েন। প্রশ্ন হল এবার কি সেই পথেই হাঁটলেন সুশান্তের প্রাক্তনী? না না এখনই কৃতি কাউকে বিয়ে করেননি। তিনি এখনো সিঙ্গেলই আছেন।
View this post on Instagram
ডিজাইনার মণীশ মালহোত্রার নতুন ব্রাইডাল কালেকশনের মুখ কৃতি। আর সেটিরই ফটোশ্যুট কমপ্লিট করেন তিনি। তারপর সেই ছবি মণীশ এবং কৃতি দুজনেই নিজের সোশ্যাল ওয়ালে আপলোডও করেছিলেন। দুজনের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, লাল লেহেঙ্গা, নাকে নথ, কপালে চন্দন, মাথায় টিকলি পরে এক্কেবারে নববধূর সাজে কৃতিকে দেখে মুগ্ধ নেটিজেনরা। যারা কিছুদিনের বিয়েতে বসবেন তাদের টিপস দিলেন কৃতি। বিয়ের কনে অনেকেই সেলিব্রেটিদের অনুকরণ করে নিজের স্পেশাল দিনে সাজসজ্জা করে। তাদের কাছে এখন আদর্শ হলেন কৃতির এই ব্রাইডাল শ্যুট। তুমুল ভাইরাল হয় অভিনেত্রীর এই সাজ।
View this post on Instagram














New Movies to Watch This Weekend — ‘The Running Man,’ ‘One Battle After Another,’ ‘Nobody 2’ Drop Big Releases