Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

জুন মাসের নতুন বিল পাঠাবে CESC, লাগবে না লেট ফাইনও, জানালেন বিদ্যুৎমন্ত্রী

Updated :  Monday, July 20, 2020 6:56 PM

জুন মাসের নতুন বিল পাঠানো হবে সমস্ত সিইএসসি গ্রাহকদের। আজ একথা জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। গতকাল রাতেই সিইএসসির তরফে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেওয়া হয়েছিল এপ্রিল মে মাসের বিদ্যুতের বিল আপাতত দিতে হবে না, শুধুমাত্র জুন মাসের বিদ্যুতের বিলই দিতে হবে। কিভাবে এই বিল দিতে হবে সে বিষয়ে সিইএসসির তরফে জানানো হবে বলা হয়েছিল।

আজ সিইএসসির সংস্থার কর্তাদের সাথে বৈঠকের পর বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “সিইএসসি সকল গ্রাহকদের জুন মাসের নতুন বিল পাঠাবে।” একইসাথে বিদ্যুৎ মন্ত্রী এও জানিয়েছেন, জুন মাসের বিল এখনই না দিতে পারলেও কোনো ফাইন চাপানো হবে এমনকি কারও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাও হবেনা। নতুন সিস্টেমে বিল পাঠাতে একটু সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী। যারা ইতিমধ্যেই বিদ্যুতের বিলের টাকা মিটিয়েছেন তাদের কি হবে তা জানাতে কিছুদিন সময় চেয়েছে সিইএসসি।

প্রসঙ্গত, চলতি মাসে সিইএসসির বিদ্যুতের বিল দেখে মাথায় হাত পড়েছিল সংস্থার গ্রাহকদের। খোদ বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতেই বিল এসেছিল ১১ হাজার টাকা। বাড়তি বিল নিয়ে সংস্থার বিরুদ্ধে মুখ খোলেন অনেকেই। এমনকি টলিউডের অনেক অভিনেতা, পরিচালকরাও সিইএসসির এই অতিরিক্ত বিলের বিরুদ্ধে মুখ খোলেন। গ্রাহকদের প্রবল চাপের মধ্যে অবশেষে পিছু হঠার সিদ্ধান্ত নেয় সংস্থা।

গতকাল রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর দেবাশিষ বন্দ্যোপাধ্যায় বলেন, আপাতত এপ্রিল মে মাসের বাড়তি বিল দিতে হবে না কোনো গ্রাহককে। শুধুমাত্র জুন মাসের বিল দিতে হবে গ্রাহকদের। জুন মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে প্রতিটা গ্রাহককে তা জানিয়ে দেওয়া হবে। কিভাবে বিলের টাকা পরিশোধ করতে হবে সেকথাও পরে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয় সংস্থার তরফে। আজ বৈঠকের পর সেকথাই জানালেন বিদ্যুৎ মন্ত্রী।