নিউজ

বিশাল জনসমাবেশ হবে ২১ জুলাই, আগেই একাধিক রাস্তা ওয়ান ওয়ে করল কলকাতা পুলিশ

ইতিমধ্যে অন্যান্য জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূল সমর্থকরা

Advertisement

Advertisement

করোনা পরিস্থিতিতে গত দুই বছর ভার্চুয়াল একুশে শহীদ সমাবেশ পালন করেছিল তৃণমূল কংগ্রেস। তবে এবার আবারও ধর্মতলা চত্বরে দেখা মিলবে হাজার হাজার মানুষের সমাবেশ। একুশে জুলাইয়ের মেগা সভা আয়োজিত হতে আর খুব একটা বেশি সময় বাকি নেই। এরমধ্যেই কলকাতার সেন্ট্রাল পার্ক, গীতাঞ্জলি স্টেডিয়ামে বিভিন্ন জেলা থেকে আগত তৃণমূল সমর্থকদের ভিড় জমতে শুরু হয়ে গিয়েছে। আর আগামী বৃহস্পতিবার এই ভিড়ের ঢল নামবে কলকাতার রাজপথে। তাই আগে থাকতেই ট্রাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ২১ জুলাই শহরের বিভিন্ন রাস্তা ওয়ান ওয়ে করে দেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা ট্রাফিক পুলিশ।

Advertisement

এই প্রসঙ্গে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে বলা হয়েছে, আগামী ২১ জুলাই বৃহস্পতিবার ধর্মতলায় তৃণমূলের শহীদ সমাবেশের কারণে বেশ কয়েকটি রাস্তা একমুখী করে দেওয়া হয়েছে। বন্ধ থাকবে সেই সব রাস্তায় সমস্ত মালবাহী যানবাহন। এই একমুখী রাস্তার তালিকায় রইবে আর্মহার্স্ট স্ট্রিট (উত্তর থেকে দক্ষিণমুখী), বিধান সরণির কেশব সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড (দক্ষিণ থেকে উত্তরমুখী), কলেজ স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তরমুখী), ব্রেবন রোড (উত্তর থেকে দক্ষিণমুখী), স্ট্র্যান্ড রোড (দক্ষিণ থেকে উত্তরমুখী), বিবি গাঙ্গুলী স্ট্রিট (পূর্ব থেকে পশ্চিমমুখী), বেন্টিং স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তরমুখী)।

Advertisement

এছাড়াও নিউ সিআইটি রোড, রবীন্দ্র সরণী ইত্যাদি রাস্তা ওয়ান ওয়ে করে দেওয়া হবে। আসলে চলতি বছরে অন্যান্য বছরের তুলনাতেও বেশি ভিড় হতে পারে বলে মনে করা হচ্ছে। গত দুই বছর ধরে করোনার কারণে ভার্চুয়ালি বক্তৃতা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে চলতি বছরে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকতে বিশাল জনসমাবেশ হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই রাজনৈতিক মহলে এই একুশে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি তুঙ্গে। আর এমন পরিস্থিতিতে কিছুটা হলেও বৃহস্পতিবার দিন যানজট কমাতে আগেভাগে পদক্ষেপ নিচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ।

Advertisement