Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

“কলকাতাকে দেশের একটি রাজধানী করতে হবে”, নেতাজির জন্মজয়ন্তীতে দাবি মমতার

নেতাজির জন্মজয়ন্তী উদ্দেশ্যে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে ভাষণ দিচ্ছেন। তিনি এদিন সকালে শ্যামবাজার থেকে রেড রোডে নেতাজির মূর্তির পাদদেশে পর্যন্ত একটি পদযাত্রা করেন। এই ৮ কিলোমিটার পদযাত্রা করে…

Avatar

নেতাজির জন্মজয়ন্তী উদ্দেশ্যে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে ভাষণ দিচ্ছেন। তিনি এদিন সকালে শ্যামবাজার থেকে রেড রোডে নেতাজির মূর্তির পাদদেশে পর্যন্ত একটি পদযাত্রা করেন। এই ৮ কিলোমিটার পদযাত্রা করে রেড রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী নেতাজির জন্মদিনের উদ্দেশ্যে ভাষণ দেয়া শুরু করেছেন। তার মধ্যেই এদিন তৃণমূল সুপ্রিমো দাবি করেছেন কলকাতাকে দেশের অন্যতম রাজধানী হিসেবে ঘোষণা করতে হবে। তবে শুধু কলকাতা নয়, দেশের চার প্রান্ত চারটি রাজধানী ঘোষণার দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রেড রোড থেকে ভাষণ দিতে গিয়ে বলেন, “শুধুমাত্র দিল্লিতে কেন রাজধানী সীমাবদ্ধ হয়ে থাকবে? সেইসাথে তিনি দাবি করেছেন, দেশের চারটি প্রান্তে চারটি রাজধানী ঘোষণা করতে হবে। সেই চার রাজধানীতে সংসদীয় অধিবেশন বসবে।” তিনি প্রস্তাব দিয়ে বলেছেন, “কলকাতার পাশাপাশি দক্ষিণ ভারত, উত্তর ভারত ও পূর্ব ভারতের একটি করে রাজধানী ঘোষণা করতে হবে।”এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “স্বাধীনতা সংগ্রামে জন্ম হয়েছিল বাংলা এবং বিহারে। গান্ধীজী স্বয়ং বেলেঘাটা এসে আন্দোলন করতেন। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক একটা অধ্যায় যেমন নবজাগরণ, বিধবা বিবাহ প্রচলন, বাল্যবিবাহ রোধ ইত্যাদি সংস্কারের প্রচলন হয়েছিল এই বাংলার বুকে। বাংলা কোনো অবহেলা সইবে না। বাংলায় নেতাজির নাম বললে বুকে আবেগের সৃষ্টি হয়। নেতাজিকে শুধুমাত্র দুই পাতার বই পড়ে জানা যায় না।” এছাড়াও তিনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেছেন, “দিল্লিতে কি আছে? যে দিল্লি রাজধানী থাকবে। দিল্লিতে সবাই বাইরে থেকে যায়। দিল্লির মানুষ সবাইকে গ্রহণ করুক। তাই দেশের চার প্রান্তে চারটি রাজধানী ঘোষণা করা হোক। সংসদের অধিবেশন ঘুরিয়ে ঘুরিয়ে চারটি জায়গায় চারবার বসুক।”
About Author