Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আর ২-৩ ঘণ্টার মধ্যেই ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতাসহ এই চার জেলা, সতর্কতা হাওয়া অফিসের

আলিপুর আবহাওয়া দপ্তরের ভবিষ্যৎবাণী যেন মিলে গেল। মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি নামলো কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। ভোর থেকেই সূর্য্যি মামার দেখা মেলেনি কলকাতার আকাশে। কালো মেঘের চাদরে ঢাকা পড়েছে কলকাতার…

Avatar

আলিপুর আবহাওয়া দপ্তরের ভবিষ্যৎবাণী যেন মিলে গেল। মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি নামলো কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। ভোর থেকেই সূর্য্যি মামার দেখা মেলেনি কলকাতার আকাশে। কালো মেঘের চাদরে ঢাকা পড়েছে কলকাতার আকাশ। এরপর হাওয়া অফিসের মতে আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির জেরে শহর কলকাতায় জল জমে যেতে পারে। তাই নিচু এলাকায় থাকা মানুষদের আগে থাকতেই নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপ অক্ষরেখা চলে এসেছে। আর তার প্রভাবেই মঙ্গলবার দিনভর বৃষ্টি হতে চলেছে। ভারী বৃষ্টিতে ভিজবে পশ্চিমবঙ্গের দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, কলকাতা, হুগলি ইত্যাদি জেলা। নিম্নচাপের প্রভাবে বৃষ্টি আজই থামবে না। মঙ্গলবারের পর আগামীকাল বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের কাছে এমন বৃষ্টি বরদান অবশ্যই। এমনিতেই দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে। তার ওপর অতিরিক্ত ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়েছিল জনজীবন। নিম্নচাপের প্রভাবে দুদিনের বৃষ্টিতে খানিকটা হলেও স্বস্তি মিলবে এবং বৃষ্টির ঘাটতির শতাংশ কিছুটা মিটবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মঙ্গলবার কলকাতার আকাশ প্রধানত মেঘলা থাকবে। এই দিন কলকাতা শহর ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রী সেলসিয়াস এর কাছাকাছি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রী সেলসিয়াস। কিছুদিন আগে বঙ্গোপসাগরের বুকে নিম্নচাপের জন্য খানিকটা বৃষ্টি পেয়েছিল দক্ষিণবঙ্গবাসী। তবে সেই নিম্নচাপ ওড়িশা হয়ে ছত্রিশগড়ে চলে গেলে খুব একটা বেশি বৃষ্টি পায়নি দক্ষিণবঙ্গ। এবার গাঙ্গেয় নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলে স্বস্তি পাবে সাধারণ জনজীবন এবং হাসি ফুটবে কৃষকদের মুখে।

About Author