Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনায় আক্রান্ত কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা

Updated :  Thursday, September 10, 2020 10:23 PM

কলকাতা : করোনায় আক্রান্ত হলেন কলকাতা পুলিস কমিশনার অনুজ শর্মা। তাঁর কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে। লালবাজারে শুরু হয়েছে তাঁর ঘর স্যানিটাইজ করার প্রক্রিয়া।  করোনা  এবার করোনায় আক্রান্ত হলেন কলকাতা পুলিস কমিশনার অনুজ শর্মা।

গত মাসে প্রাণ হারান সেন্ট্রাল ডিভিশনের এসি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়। এমনকি করোনা আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন সিভিক ভলান্টিয়ারও। প্রথম থেকেই রাজ্যে লকডাউন চলার কারণে বেশ কড়া পদক্ষেপ নিতে দেখা গিয়েছিলো পুলিশ অধিকর্তাদের । রাস্তায় রাস্তায় ঘুরে যথেষ্ট সচেতনতার বার্তা দিয়েছেন রাজ্য পুলিশ।

প্রসঙ্গত, বুধবার পর্যন্তও অফিস করেছেন অনুজ শর্মা, গায়ে সামান্য জ্বর নিয়ে বৃহস্পতিবার সকালেই করোনা পরীক্ষা করাতে তার রিপোর্ট পজিটিভ আসে। শোনা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় যাঁরা অনুজ শর্মার সংস্পর্শে এসেছেন, তাঁদের কোয়ারিন্টিনে পাঠানো হয়েছে।