করোনার থাবা ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ হাসপাতালে, বন্ধ শিশু ভর্তি

Advertisement

Advertisement

ক্রমাগত হাসপাতালেও বাড়ছে করোনা সংক্রমণ, পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ এ ১২ জন নার্স করোনায় আক্রান্ত বলে জানা গেছে। কিছুদিন আগে ওই হাসপাতালে কর্মরত এক নার্সের করোনা উপসর্গ দেখা দেওয়ায় পরীক্ষার জন্য পাঠানো হয় তাঁর নমুনা,এবং রিপোর্ট পজিটিভ আসে, তারপরে আরও ১৭ জন নার্সের সোয়াব পাঠালে পরীক্ষায় জানা যায় তাদের মধ্যে ১২জন করোনায় আক্রান্ত। আক্রান্ত প্রথম নার্সের থেকেই বাকিদের সংক্রমণ ছড়িয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

কলকাতার শিশু হাসপাতাল গুলির মধ্যে অন্যতম এই হাসপাতালে এই মুহূর্তে ভর্তি থাকা শিশুদের দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তরিত করা বা ছেড়ে দেওয়া যায় কিনা সে ব্যাপারে ভাবা হচ্ছে। তবে এই পরিস্থিতিতে শিশু ভরতি বন্ধ। যাদের চিকিৎসা চলছিল উদ্বিগ্ন তাদের বাবা মায়েরা।

Advertisement

ওই হাসপাতালের করোনা আক্রান্ত ১২জন নার্স বর্তমানে জোকা ইএসআই হাসপাতালে চিকিৎসাধীন। যত শীঘ্র সম্ভব হাসপাতাল খালি করে গোটা হাসপাতাল স্যানিটাইজ করা হবে বলে জানিয়েছেন ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ কর্তৃপক্ষ। দ্রুত যাতে পরিস্থিতি স্বাভাবিক হয় সেই চেষ্টা করছে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ কর্তৃপক্ষ।

Advertisement