Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

IND vs ENG: করোনা আক্রান্ত রোহিত, পঞ্চম টেস্টে ভারতের নেতৃত্বে কোহলি নাকি ঋষভ? জল্পনা তুঙ্গে

২০২১ সালে শুরু হওয়া ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের পথে করোনা যেন কিছুতেই পিছু ছাড়তে রাজি নয়। উক্ত সফরে সিরিজের প্রথম চারটি ম্যাচ অনুষ্ঠিত হলেও করোনা পরিস্থিতির অবনতির দিকে তাকিয়ে সিরিজের শেষ…

Avatar

২০২১ সালে শুরু হওয়া ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের পথে করোনা যেন কিছুতেই পিছু ছাড়তে রাজি নয়। উক্ত সফরে সিরিজের প্রথম চারটি ম্যাচ অনুষ্ঠিত হলেও করোনা পরিস্থিতির অবনতির দিকে তাকিয়ে সিরিজের শেষ ম্যাচ খেলা থেকে বিরত থেকেছিল দুটি দল। দু’দেশের ক্রিকেট বোর্ডের মিলিত আলোচনায় বলা হয়েছিল, এই পরিস্থিতি স্বাভাবিক হলে বাকি থাকা সিরিজের একটিমাত্র ম্যাচ খেলবে ভারত-ইংল্যান্ড। আর সেই উদ্দেশ্যেই বর্তমানে ভারতীয় দল রোহিত শর্মার নেতৃত্বে ইংল্যান্ডে অবস্থান করছে।

তবে চলতি সফরেও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ ম্যাচে একাধিক বিপত্তির মুখে পড়েছে ভারতীয় দল। ইংল্যান্ডে পৌছেই প্রথমে করোনা আক্রান্ত হয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তাছাড়া ইংল্যান্ডের উদ্দেশ্যে বিমানে ওঠার পুর্বে কোভিড আক্রান্ত হন দলের অলরাউন্ডার স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। এবার করোনা আক্রান্ত হয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে, রোহিতের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের ফল পজিটিভ এসেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে আশার কথা হলো, র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের ফল পজিটিভ এলেও পাঁচ দিনের মধ্যে যে কোন মানুষ স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। সে ক্ষেত্রে সিরিজের পঞ্চম টেস্টে ভারতীয় দলের নেতৃত্বে দেখা যেতে পারে রোহিত শর্মাকে। তবে যদি আরটিপিসিআর টেস্টে রোহিত শর্মা পজেটিভ প্রমাণিত হন, সেক্ষেত্রে সিরিজের নির্ণায়ক ম্যাচে জায়গা হবে না রোহিত শর্মার। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজে তবে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন কে?

স্বাভাবিকভাবে অধিনায়কের অনুপস্থিতিতে সহ-অধিনায়ক এই দায়িত্ব পালন করে থাকেন। তবে এক্ষেত্রে ঘটনাটি সম্পূর্ণ অন্যরকম। ইতিপূর্বে গভীর চোট পেয়েছেন ভারতীয় দলের সহ-অধিনায়ক কে এল রাহুল। সম্ভবত সেই কারণে ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় একাদশে থাকবেন না তিনি। এখন প্রশ্ন, অধিনায়ক এবং সহ-অধিনায়কের অনুপস্থিতে কার হাতে যাবে ভারতীয় দলের নেতৃত্ব?

প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচে ভারতীয় দলের নেতৃত্ব দেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বিরাট কোহলি এবং ঋষভ পন্থ। আপনাদের জানিয়ে রাখি, ২০২১ সালে শুরু হওয়া ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বিরাট কোহলির নেতৃত্বে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে ছিল। তবে চলতি সফরে ভারতীয় দলের নেতৃত্ব কার হাতে থাকবে সে বিষয়ে কোনরকম ইঙ্গিত দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।

About Author