Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সদ্যই মা হয়েছেন, হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেতে মরিয়া কোয়েল মল্লিক, দেখুন ভিডিও

Updated :  Wednesday, October 7, 2020 6:18 PM

রামধনু,রেনবো জেলি মানেই পরিচালক সৌকর্য ঘোষাল।এবার আসতে চলেছে সৌকর্য ঘোষালের তৃতীয় ছবি ‘রক্তরহস্য’।সম্প্রতি ভাইরাল হলো ‘রক্তরহস্য’-এর ট্রেলার।ট্রেলার দেখেই নেটিজেনদের মধ্যে সাড়া পড়ে গেছে।এখন সবাই ‘রক্তরহস্য’ মুক্তির অপেক্ষায়।এই ছবির বিষয় একদম টানটান থ্রিলার।রেয়ার ব্লাড গ্রুপ ও একটি ছেলের হারিয়ে যাওয়া নিয়ে এই গল্পের পটভূমি তৈরী হয়েছে।এই ফিল্মে কোয়েল রয়েছেন মুখ্য ভূমিকায়।কোয়েলের চরিত্রটির নাম স্বর্ণজা।স্বর্ণজা পেশায় একজন রেডিও জকি।

সোশ্যাল সার্ভিস করতে গিয়ে স্বর্ণজা জড়িয়ে পড়ে বিভিন্ন ঘটনায়।এই ছবিতে কোয়েল ছাড়াও অভিনয় করেছেন লিলি চক্রবর্তী,চন্দন রায় স্যানাল,ঋতব্রত মুখোপাধ্যায়,শান্তিলাল মুখোপাধ্যায়,বাসবদত্তা চট্টোপাধ্যায়,জয়রাজ ভট্টাচার্য। গত বছর ১৫ই নভেম্বর এই ছবির শুটিং শুরু হয়েছিল।কিন্তু করোনা পরিস্থিতি ও লকডাউনের ফলে এডিটিং-এর কাজ বাকি ছিল।এই ছবির মিউজিক ডিরেক্টর নবারুণ বোস ও দেবদীপ মুখাপাধ্যায়।সৌকর্য ছবির চিত্রনাট্য কোয়েলকে শোনালে অভিনেত্রী নিজেই তাঁকে পাঠিয়েছিলেন নিসপালের কাছে।জহুরী জহর চিনেছিল।

নিসপাল সিং -এর প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস প্রযোজিত ‘রক্তরহস্য’ মুক্তি পাবে ২১শে অক্টোবর।তবে সৌকর্য ও নিসপাল কোনো সেলিব্রেশন পার্টি করবেন না বলে জানা গেছে।সম্প্রতি নিসপাল ও কোয়েল করোনায় আক্রান্ত হয়েছিলেন।তাঁরা এখন সুস্থ থাকলেও ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তাঁদের কিছু বিধিনিষেধ মেনে চলতে হচ্ছে।