Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Koel Mallick: কাঁধ খোলা পোশাক, শর্ট ড্রেসে বাঙালি অভিনেত্রীর বোল্ড লুক তুমুল ভাইরাল

Updated :  Monday, January 24, 2022 9:27 AM

টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম কোয়েল মল্লিক। ‘নাটের গুরু’ ছবিতে জিতের বিপরীতে অভিনয়ের মাধ্যমেই নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন অভিনেত্রী। বাবা রঞ্জিত মল্লিকের পরিচয় ভাঙিয়ে নয় নিজের দক্ষতাতে নিজের প্রতিভার জোড়েই অভিনয় জগতে নিজের একটা পাকাপাকি জায়গা করেছেন তিনি। তবে লকডাউন চলাকালীন ২০২০’তেই মা হয়েছেন অভিনেত্রী। এক ফুটফুটে পুত্র সন্তান কোল আলো করে এসেছে তার। নাম রেখেছেন কবীর। মা হওয়ার কারণেই একটা লম্বা বিরতি নিয়েছিলেন বড়পর্দা থেকে। তবে ধীরে ধীরে এবার পুরোদমে কাজে ফিরছেন অভিনেত্রী।

অভিনয় জগৎ থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাক্টিভ কোয়েল মল্লিক। ছেলের একাধিক ছবি ও শরীরচর্চার ছবি তিনি প্রায়ই শেয়ার করতেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। ছেলে কবীরের সাথে অনেক আগেই নেটিজেনদের পরিচয় করিয়ে দিয়েছেন তিনি। তবে ছেলেকে সোশ্যাল মিডিয়ায় কিংবা লাইম লাইটে বিশেষ আনতে পছন্দ করেন না তিনি। মা হওয়ার পর অনেকটাই ওয়েট পুট-অন করেছিলেন তিনি। তবে নিয়ম মেনে শরীরচর্চা ও যোগার মাধ্যমে আবারও আগের লুকে ফিরে এসেছেন অভিনেত্রী, যা দেখে বেজায় খুশি তার অনুরাগীরাও।

সম্প্রতি অভিনেত্রী আবারও সেই আগের মারকাটারি ফিগারে, বোল্ড লুকে ধরা দিয়েছেন ক্যামেরার সামনে। সম্প্রতি একটি বোল্ড ফটোশুটে অংশগ্রহণ করেছিলেন তিনি। এই ফটোশুটে তার পরনে ছিল ওয়ান সাইড অফ শোল্ডার ছাই রঙা একটি শর্ট ড্রেস, পায়ে ছিল স্টিলেটো। হালকা মেকাপে, খোলা চুলে, লাল লিপস্টিকে সেজেছিলেন তিনি। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে অভিনেত্রীকে ছবি তোলার জন্য বিভিন্ন পোজ দিতে দেখা গিয়েছে। ভিডিওটি দেখে এইটুকু স্পষ্ট যে অভিনেত্রী কোন একটি পাঁচতারা হোটেলেই ফটোশুটের এই সেশন সেরেছেন। ফটোশুট চলাকালীনই এই ভিডিওটি করা হয়েছে। ছোট ক্লিপিংস একসাথে জুড়ে বানানো হয়েছে এই রিল ভিডিওটি। নিজের ইনস্টা প্রোফাইল থেকে ভিডিওটি শেয়ার করেছেন অভিনেত্রী, যা এই মুহূর্তে নেটিজেনদের মাঝে ভাইরাল।

ভিডিওটি শেয়ার হওয়ার সাথে সাথেই রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে নেটদুনিয়ায়। অভিনেত্রীর এই মারকাটারি ফিগার আবারও ঘুম উড়িয়েছে তার পুরুষ ভক্তদের। এই বোল্ড ফটোশুটে অভিনেত্রী যে লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন ক্যামেরার সামনে তা মানছেন সকলেই। তার ভক্তদের পাশাপাশি সকল নেটিজেনরা প্রশংসা ভরিয়েছেন তাকে। এই মুহূর্তে তার অগণিত ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন তাকে আবারও বড়পর্দায় দেখার। সম্ভবত খুব শীঘ্রই বড়পর্দায় দেখা মিলবে তার আশা করছেন সকলেই। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি যে একজন ভালো দায়িত্বশীল মা, তা আলাদা ভাবে বলার প্রয়োজন পড়ে না। নিজের ব্যস্ততার মাঝেও ছেলেকে যথেষ্ট সময় দেন তিনি। এই মুহূর্তে তার প্রথম প্রায়রিটি তার ছেলেই।