Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Gold Price Today: কমছে না সোনার দাম, কমেনি রুপোও, হু হু করে বাড়ছে দাম, জানুন আজকের বাজার

যেকোনো বড় অনুষ্ঠানেই সোনার গয়না সাজ-শয্যার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি জিনিস। গোটা ভারতবাসীর কাছে সোনা হল এক অমূল্য ও শুভ অলংকার। যেকোনো ধরনের অনুষ্ঠানেই সোনা শুভ বলে মনে করা হয়।…

Avatar

যেকোনো বড় অনুষ্ঠানেই সোনার গয়না সাজ-শয্যার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি জিনিস। গোটা ভারতবাসীর কাছে সোনা হল এক অমূল্য ও শুভ অলংকার। যেকোনো ধরনের অনুষ্ঠানেই সোনা শুভ বলে মনে করা হয়। পাশাপাশি একই কথা প্রযোজ্য রুপোর গয়নার ক্ষেত্রেও। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে সোনার গয়না কেনার আগে বিশেষ করে মধ্যবিত্ত সম্প্রদায়কে দামের কথা ভীষণভাবে মাথায় রাখতে হয়। আর এই মুহূর্তে সোনার দাম আকাশ ছোঁয়া। নাগাল পাচ্ছেন না মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিছুটা হলেও কমেছে রুপোর দাম। জেনে নিন আজকের, ৩’রা মার্চে সোনা ও রুপোর বাজারদর।

রুপোর দাম:

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১) ২’রা মার্চ ২০২৩’এ ১ গ্রাম রুপোর দাম- ৬৭ টাকা।
৩’রা মার্চ ২০২৩’এ ১ গ্রাম রুপোর দাম- ৬৬.৫০ টাকা।

২) ২’রা মার্চ ২০২৩’এ ৮ গ্রাম রুপোর দাম- ৫৩৬ টাকা।
৩’রা মার্চ ২০২৩’এ ৮ গ্রাম রুপোর দাম- ৫৩২ টাকা।

৩) ২’রা মার্চ ২০২৩’এ ১০ গ্রাম রুপোর দাম- ৬৭০ টাকা।
৩’রা মার্চ ২০২৩’এ ১০ গ্রাম রুপোর দাম- ৬৬৫ টাকা।

৪) ২’রা মার্চ ২০২৩’এ ১০০ গ্রাম অর্থাৎ ১ কেজি রুপোর দাম- ৬৭০০০ টাকা।
৩’রা মার্চ ২০২৩’এ ১০০ গ্রাম অর্থাৎ ১ কেজি রুপোর দাম- ৬৬৫০০ টাকা।

সোনার দাম:

১) ২’রা মার্চ ২০২৩’এ ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম- ৫১৬০ টাকা।
৩’রা মার্চ ২০২৩’এ ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম- ৫১৭৫ টাকা।

২) ২’রা মার্চ ২০২৩’এ ৮ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম- ৪১২৮০ টাকা।
৩’রা মার্চ ২০২৩’এ ৮ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম- ৪১৪০০ টাকা।

৩) ২’রা মার্চ ২০২৩’এ ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম- ৫১৬০০ টাকা।
৩’রা মার্চ ২০২৩’এ ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম- ৫১৭৫০ টাকা।

৪) ২’রা মার্চা ২০২৩’এ ১ কেজি ২২ ক্যারাট সোনার দাম- ৫১৬০০০ টাকা।
৩’রা মার্চ ২০২৩’এ ১ কেজি ২২ ক্যারাট সোনার দাম- ৫১৭৫০০ টাকা।

About Author