Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাত পোহালেই ষষ্ঠ দফায় নির্বাচন, একনজরে দেখে নিন কোন জেলার কোন কেন্দ্রে ভোট হবে

করোনা আবহে বাংলায় চলছে একুশে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই পাঁচ দফা সম্পন্ন হয়েছে এবং বাকি রয়েছে আর ৩ দফা নির্বাচন। আগামীকাল ষষ্ঠ দফার নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হবে। কালকে নির্বাচনে ভোট হবে…

Avatar

করোনা আবহে বাংলায় চলছে একুশে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই পাঁচ দফা সম্পন্ন হয়েছে এবং বাকি রয়েছে আর ৩ দফা নির্বাচন। আগামীকাল ষষ্ঠ দফার নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হবে। কালকে নির্বাচনে ভোট হবে মোট ৪৩ টি বিধানসভা কেন্দ্রে। প্রধানত চার জেলায় কাল নির্বাচন হবে। সেগুলি হল যথাক্রমে উত্তর ২৪ পরগনা, উত্তর দিনাজপুর, নদীয়া এবং পূর্ব বর্ধমান। অন্যান্য নির্বাচনের মতো ষষ্ঠ দফার নির্বাচনে প্রতিটি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী এবং বুথ চত্বরে দেখা যাবে রাজ্য পুলিশের লাঠিধারী কর্মীদের। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে ষষ্ঠ দফার নির্বাচনে মোট ৭৮৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।

পঞ্চম দফার নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ ভাবেই কেটেছিল। তবে এই ষষ্ঠ দফা নির্বাচনে নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে করোনা সংক্রমণ। রাজ্যে করোনা পরিস্থিতিযে বেশ খারাপের দিকে তা বলার অপেক্ষা রাখে না। প্রায় প্রতিদিন ১০ হাজারের কাছাকাছি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন এই রাজ্যে। সেই পরিস্থিতিতে শেষ কয়েক দফা নির্বাচনে একসাথে করে নেওয়ার অনুরোধ করা হলেও নির্বাচন কমিশন তা করতে রাজী হয়নি। কালকের ষষ্ঠ দফার নির্বাচনে ৪ জেলার ৪৩ আসনে ভোটগ্রহণ হবে। একনজরে দেখে নিন রাজ্যের কোন জেলার কোন কেন্দ্রে ভোটগ্রহণ হবে আগামীকাল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
  • পূর্ব বর্ধমান: ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি।
  • নদীয়া: পলাশীপাড়া, কালিগঞ্জ, কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ, নবদ্বীপ, নাকাশিপাড়া, তেহট্ট।
  • উত্তর দিনাজপুর: রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, করিমপুর, ইটাহার, হেমতাবাদ, করণদিঘি, চাকুলিয়া, গোয়ালপোখর, ইসলামপুর, চোপড়া।
  • উত্তর ২৪ পরগনা: বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুরিয়া, হাবরা, অশোকনগর, আমডাঙা, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দা, দমদম উত্তর, বাগদা।
About Author