নিউজপলিটিক্সরাজ্য

দুটি গাড়ির ঋণ, জেনে নিন তৃণমূল প্রার্থী অদিতি মুন্সীর সম্পত্তির পরিমান কত

অদিতি মুন্সি ২০১৯-২০ অর্থবর্ষে উপার্জন করেছেন ৪ লাখ ১৯ হাজার ৪৪০ টাকা

Advertisement
Advertisement

একুশে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে বাংলায়। ইতিমধ্যেই ৪ দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। আর বাকি ৪ দফা নির্বাচন। পঞ্চম দফার নির্বাচনের জন্য রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের প্রস্তুতি তুঙ্গে। এই পঞ্চম দফা নির্বাচনে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হয়েছেন বিখ্যাত কীর্তন গায়িকা অদিতি মুন্সি। তিনি গত ৪ মার্চ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। কাশফুল শিবিরে যোগদান করার পরই তিনি রাজারহাট গোপালপুর কেন্দ্রের প্রার্থী হয়ে যান। তার বিপক্ষে বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছে শমীক ভট্টাচার্য এবং সংযুক্ত মোর্চা প্রার্থী শুভজিৎ দাসগুপ্ত। সম্প্রতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র পেশ করেছেন অদিতি মুন্সি এবং সেইসাথে তার সম্পত্তির হিসাব এর হলফনামা জমা দিয়েছেন তিনি। আজকের এই প্রতিবেদনে অদিতি মুন্সির সম্পত্তি সম্বন্ধে জেনে নিন।

Advertisement
Advertisement

হলফনামা অনুযায়ী জানা গিয়েছে, অদিতি মুন্সি ২০১৯-২০ অর্থবর্ষে উপার্জন করেছেন ৪ লাখ ১৯ হাজার ৪৪০ টাকা। তার হাতে বর্তমানে নগদ হিসেবে রয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। তার নামে দুটি সেভিংস একাউন্ট আছে যাতে যথাক্রমে ২ লাখ ২ হাজার ২৭২ টাকা ও ২০ লাখ ৭৭৩ টাকা রয়েছে। এছাড়া এসবিআই ব্যাংকে তার একটি ১ লাখ ৬৯ হাজার ৫৪০ টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে। তার নিজের দুটি গাড়ি রয়েছে। প্রথমটি হলো জাইলো যার মূল্য প্রায় ১৮ লাখ ৪৫ হাজার ৪৫৩ টাকা। এছাড়া সে ২০১৮ সালে একটি ফরচুনার গাড়ি কিনেছে যার দাম ৩২ লাখ ৭৯ হাজার ২২২ টাকা। তবে সম্প্রতি অদিতি এই দুটি গাড়ির ঋণশোধ করছে। প্রথম গাড়ির ক্ষেত্রে এখন অব্দি ৩৫ হাজার ও দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে ১২ লাখ টাকা ঋণ শোধ করা বাকি আছে তার।

Advertisement

অন্যদিকে অদিতির স্বামী দেবরাজের হাতে রয়েছে ৪৫ হাজার টাকা। তার সেভিংস অ্যাকাউন্টে আছে ৪৯ লাখ ৭৬৭ টাকা। এছাড়া একটি কারেন্ট অ্যাকাউন্টে আছে ৬২ হাজার ৭৬ টাকা। এছাড়া তার নামে একটি ১ লাখ ও আড়াই লাখ টাকার জীবনবিমা আছে। তবে তার শেয়ারবাজারে তেমন কোন বিনিয়োগ নেই।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button