Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

১ লাখ টাকার হাতঘড়ি, কত সম্পত্তির মালিক শ্রাবন্তী চ্যাটার্জী?

Updated :  Sunday, April 4, 2021 10:01 AM

একুশে বাংলা বিধানসভা নির্বাচনে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের প্রার্থী তালিকায় দেখা গিয়েছে তারকা প্রার্থীদের ভিড়। তৃণমূল ও বিজেপি উভয় দলেই টলিউড অভিনেতা অভিনেত্রীরা অনেক জায়গায় টিকিট পেয়েছে। বিজেপির হয়ে বেহালা পূর্ব বিধানসভায় প্রার্থী হয়েছেন টলিউড সেন্সেশন কুইন শ্রাবন্তী চ্যাটার্জী। তিনি এবার তার নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং সেইসাথে তার সম্পদের হলফনামা প্রকাশ করেছেন। অভিনেত্রীর সম্পত্তির পরিমাণ দেখলে চোখ কপালে ওঠার জোগাড় হবে। আজকের এই প্রতিবেদনে শ্রাবন্তী চ্যাটার্জীর মোট সম্পত্তির হিসেব দেখে নিন।

হলফনামা অনুযায়ী, শ্রাবন্তী চ্যাটার্জীর কাছে বর্তমানে নগদ ১ লাখ টাকা আছে। এছাড়া তাঁর এইচডিএফসি ব্যাংকে দুটি অ্যাকাউন্ট আছে যার মধ্যে একটিতে রয়েছে ১ কোটি ১০ লাখ ৬১ হাজার ৫৫১ টাকা এবং অন্যটিতে রয়েছে ৫০ হাজার টাকা। এছাড়া অভিনেত্রীর ৭ লাখ টাকার একটি মিউচুয়াল ফান্ড আছে। জীবনবীমা রয়েছে ১০ লাখ টাকার। মিউচুয়াল ফান্ড, জীবনবীমা ও অন্যান্য মিলিয়ে তার মোট বিনিয়োগ রয়েছে ১ কোটি ২৮ লাখ ১১ হাজার ৫৫১ টাকা।

সোনা, হিরে ও প্লাটিনাম মিলিয়ে শ্রাবন্তীর কাছে মোট ২৯ লাখ ৭২ হাজার ২০০ টাকার গয়না আছে। অভিনেত্রী কাছে প্লাটিনামের গয়না আছে ১২ লাখ ১৮ হাজার ৮২০ টাকার ও হীরের গয়না আছে ২০ লাখ ১২ হাজরা ৪৫০ টাকার। গয়না ছাড়াও তার কাছে মহামূল্যবান একটি হাত ঘড়ি আছে যার দাম প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা। অভিনেত্রীর এই মুহূর্তে দুটি গাড়ি আছে। একটি হল Audi Q7 যার মূল্য প্রায় ৫৩ লাখ ২১ হাজার ১৬৮ টাকা। আরেকটি মারুটি বেলানো গাড়ি আছে যার মূল্য ৭ লাখ ৮৬ হাজার ২৫০ টাকা। এছাড়াও শ্রাবন্তী চ্যাটার্জী ২০১৭ সালে নিজের নামে কি চাষের জমি কিনে রেখেছেন। তার দক্ষিণ ২৪ পরগনার লেদার কমপ্লেক্স এর কাছে একটি চাষের জমি আছে যার বর্তমান বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।