Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

KL Rahul: ফর্মে ফিরতে ‘মহাকালের’ মন্দিরে পৌঁছালেন রাহুল! স্ত্রী আথিয়াকে নিয়ে করলেন হোম যজ্ঞ

সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভারতীয় ওপেনার কে এল রাহুলের। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমানরত বর্ডার-গাভাস্কার সিরিজে এখনো পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য শুধু হতাশা এনে দিয়েছেন রাহুল। মনে করা হচ্ছে, সিরিজের…

Avatar

সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভারতীয় ওপেনার কে এল রাহুলের। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমানরত বর্ডার-গাভাস্কার সিরিজে এখনো পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য শুধু হতাশা এনে দিয়েছেন রাহুল। মনে করা হচ্ছে, সিরিজের বাকি দুটি ম্যাচে ধারাবাহিক ব্যর্থতার পরিচয় দিলে আসন্ন দিনে জাতীয় দল থেকে বাদ পড়বেন বিধ্বংসী এই ওপেনার। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমানরত চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচে ৩ ইনিংস ব্যাটিং করে মাত্র ৩৮ রান করেছেন রাহুল।

স্বাভাবিকভাবে ব্যাট হাতে চরম ব্যর্থতার পর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি ভারতীয় দল নির্বাচকদের চোখের বিষ হয়ে উঠেছেন দুর্ধর্ষ এই ওপেনার। বিভিন্ন মাধ্যমে ইতিমধ্যে শোরগোল উঠতে শুরু করেছে, এই ধারাবাহিকতায় ব্যর্থ হতে থাকলে আসন্ন দিনে জাতীয় দল থেকে ছাঁটাই হবেন কে এল রাহুল। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড রাহুলের ঘাড় থেকে বাড়তি বোঝা (সহ অধিনায়ক) নামানোর সিদ্ধান্ত নিয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ব্যাট হাতে বিগত এক বছর ধরে ধারাবাহিক ব্যর্থতার পর অবশেষে রানে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন কে এল রাহুল। তাইতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নামার পূর্বে আথিয়াকে নিয়ে উজ্জয়নে বাবা মহাকাল মন্দিরে পৌঁছেছিলেন কে এল রাহুল। মহাকালের আশীর্বাদ নেন ভারতের এই ওপেনার। পাশাপাশি সেখানে হোম যজ্ঞে অংশগ্রহণ করেন ভারতীয় এই ক্রিকেটার। যার জন্য তারা উভয়েই ঐতিহ্যবাহী পোশাক পরেছিলেন। আর সেই ভিডিও বর্তমানে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

About Author