Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Indian Cricketer: ধোনি-কোহলি-রোহিত, কে সেরা অধিনায়ক? মুখ খুললেন কে এল রাহুল

২০১৬ সালে ক্রিকেটের তিন ফরম্যাটেই অভিষেক ঘটেছিল কে এল রাহুলের। অভিষেকেই মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে পারফরম্যান্স করেছেন তিনি। এরপর বিরাট কোহলির হাত ঘুরে বর্তমানে রোহিত শর্মার নেতৃত্বে জাতীয় দলে খেলছেন…

Avatar

২০১৬ সালে ক্রিকেটের তিন ফরম্যাটেই অভিষেক ঘটেছিল কে এল রাহুলের। অভিষেকেই মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে পারফরম্যান্স করেছেন তিনি। এরপর বিরাট কোহলির হাত ঘুরে বর্তমানে রোহিত শর্মার নেতৃত্বে জাতীয় দলে খেলছেন তিনি। অর্থাৎ স্বল্প সময়ে ভারতের ৩ কিংবদন্তি ক্রিকেটারের অধীনে খেলার সুযোগ ঘটেছে তার। ফলে নেতা হিসেবে কে কেমন বা কার দক্ষতা বেশি, সে সম্পর্কে পুরোপুরি জ্ঞান রয়েছে ভারতীয় এই ক্রিকেটারের। সম্প্রতি একটি অনুষ্ঠানে ভারতের তিন অধিনায়কের দক্ষতা নিয়ে কে এল রাহুলকে প্রশ্ন করা হলে তিনি তার অভিজ্ঞতা থেকে উত্তর দিয়েছেন। তিনি জানিয়েছেন, তার অভিজ্ঞতায় কে সেরা অধিনায়ক।

তিনি ওই অনুষ্ঠানে প্রশ্নের উত্তরে বলেন,’আমার ভাগ্য খুব ভালো যে, আমি বিশ্ব ক্রিকেটের তিন সেরা ক্রিকেটারের নেতৃত্বে খেলার সুযোগ পেয়েছি। মাহি ভাইয়ের অধীনে জাতীয় দলে অভিষেক হয়েছে আমার। সামনাসামনি দেখেছি তাকে শান্ত মস্তিষ্কে সিদ্ধান্ত নিতে। খুব নিকট থেকে তাকে উপলব্ধি করার চেষ্টা করেছি। তার মধ্যে সতীর্থদের বিশ্বাস অর্জন করার একটি দুর্দান্ত বৈশিষ্ট্য ছিল। যার ফলে মাহি ভাইয়ের অধীনে যে কোন ক্রিকেটার তার সর্বোচ্চটা দিতে সক্ষম হতো।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিরাট কোহলির নেতৃত্ব সম্পর্কে কে এল রাহুল বলেন,’আমার ক্যারিয়ারের সবচেয়ে বেশি সময়টা আমি বিরাট কোহলির নেতৃত্বে খেলেছি। অধিনায়কত্ব ওর কাছে প্যাশন ছিল। আগ্রাসী মনোভাবের ফলে যে কোন দলের মধ্যে ভয়ের সৃষ্টি করতে পারার কৌশল জানা ছিল তার। সামনে থেকে নেতৃত্ব দিয়ে সবার থেকে সেরাটা আদায় করে নেওয়ার ক্ষমতা ছিল তার। যে কারণে আমরা তার নেতৃত্বে বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে এতটা সফল ছিলাম।’

এদিকে রোহিত শর্মার নেতৃত্ব সম্পর্কে রাহুল বলেন,’নেতা হিসেবে রোহিত শর্মা অত্যন্ত চতুর। যেকোনো দলের বিপক্ষে নির্দিষ্ট পরিকল্পনার সাথে মাঠে নামতে ভালবাসেন তিনি। একটা ম্যাচ কিভাবে নিজের দখলে রাখতে হয় তা ভালোভাবেই জানেন তিনি। কার দুর্বলতা কোথায়, সেটা তিনি আগেই উপলব্ধি করার চেষ্টা করেন। আর তারপর বিরোধী দলের ওপর হামলা করেন তিনি।’

About Author