বোলিং-ফিল্ডিং দুরন্ত পারফরম্যান্স, ৩৭ রানে রাজস্থানকে হারাল কলকাতা

Advertisement

Advertisement

রাজস্থানের বিজয়রথ থামালো কোলকাতার তরুণ ব্রিগেড। এই আইপিএল এর সবকটি ম্যাচে অপরাজিত থেকে গতকাল দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কোলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস। ৩৭ রানে তাদের পরাজিত করে কেকেআর। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক স্টিভ স্মিথ।ব্যাটিং করতে নেমে ভালো শুরু করে কোলকাতা। ৩৬ রানের পার্টনারশিপ হয় ওপেনিং জুটির মধ্যে। এদিনও বড় রান করলেন ওপেনার শুভমান গিল। ৩৪ বল খেলে ৪৭ রান করেন তিনি।তিন নাম্বারে নেমে নীতিশ রানা করেন ১৭ বলে ২২ রান। এদিন আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেও আউট হন আন্দ্রে রাসেল।

Advertisement

১৪ বল খেলে ৩ টি ছয়ের সহযোগে ২৪ রান করে আউট হন তিনি। এদিন ব্যাট হাতে ফের ব্যার্থ হন অধিনায়ক দীনেশ কার্তিক। মাত্র ১ রানে আউট হন তিনি। এরপর ইয়ন মর্গান ২৩ বলে অপরাজিত ৩৪ রানের দায়িত্বশীল ইনিংস খেলে কেকেআর কে নির্ধারিত ২০ ওভারে ১৭৪ রানে পৌঁছে দেন। ব্যাটিং করতে নেমে শুরুতেই স্টিভ স্মিথের উইকেট হারায় রাজস্থান। তাঁকে আউট করেন তাঁর অস্ট্রেলিয়া দলের সতীর্থ প্যাট কামিন্স। রাজস্থানের আগের দুই ম্যাচ জয়ের নায়ক সঞ্জু স্যামসন কে মাত্র ৮ রানে প্যাভিলিয়নে ফিরিয়ে রাজস্থানকে বড় ঝটকা দেন তরুণ বোলার শিবম মাভি। পরপর দুটি বড় উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। ওপেনার জস বাটলার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ব্যক্তিগত ২১ রানের মাথায় তাঁকেও ফেরৎ পাঠান মাভি। এরপর আর মাথা তুলে দাঁড়াতে পারেনি রাজস্থান রয়্যালস। দ্রুত উইকেট তুলতে থাকেন কমলেশ নাগরকটি, বরুন চক্রবর্তী এবং সুনীল নারিনরা।

Advertisement

রয়্যালসের হয়ে একমাত্র টম কুরানই সবচেয়ে বেশি ৫৪ রান করেন। তাঁর এই রানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ১৩৭ পর্যন্ত পৌঁছায় রাজস্থান রয়্যালস। ৩৭ রানে জয়লাভ করে কোলকাতা নাইট রাইডার্স। এটি এই মরশুমে তাদের টানা দ্বিতীয় জয়। এদিন দারুন বোলিং করে কলকাতার বোলাররা। প্যাট কামিন্স ৩ ওভারে মাত্র ১৩ রান দিয়ে এক উইকেট তুলে নেন। শিবম মাভি ৪ ওভারে ২০ রান দিয়ে দুটি বড় উইকেট শিকার করেন। এছাড়া বরুন চক্রবর্তীও ২ টি উইকেট নেন ২৫ রান দিয়ে। দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন শিবম মাভি। এই জয়ের ফলে ৩ ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল কেকেআর।

Advertisement

সংক্ষিপ্ত স্কোর:

কোলকাতা নাইট রাইডার্স: ১৭৪/৬(২০.০)
শুভমান গিল ৪৭(৩৪), মর্গান ৩৪*(২৩)
জোফরা আর্চার ৪-০-১৮-২
রাহুল তিওতিয়া ১-০-৬-১
রাজস্থান রয়্যালস: ১৩৭/৯(২০.০)
টম কুরান ৫৪*(৩৬) জস বাটলার ২১(১৬)
শিবম মাভি ৪-০-২০-২
কমলেশ নাগরকটি ২-০-১৩-২
বরুন চক্রবর্তী ৪-০-২৫-২

Recent Posts