Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিল রাজস্থান, দেখে নিন দুই দলের প্রথম একাদশ

Updated :  Wednesday, September 30, 2020 7:15 PM

হায়দ্রাবাদের বিরুদ্ধে জয়লাভের পর আজ রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে কোলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে নিজেদের প্রথম দুটি ম্যাচে জয়লাভের পর রাজস্থানের আত্মবিশ্বাস তুঙ্গে। আজ জয়ের হ্যাট্রিক করার লক্ষে নামবে তারা। শেষবার তারা শুরুর প্রথম তিন ম্যাচ জিতেছিল ২০১৫ সালে। সেই রেকর্ড আবার ছুঁতে চাইবে তারা। খেলাটি হচ্ছে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। দুটি দলই এই মাঠে তাদের প্রথম ম্যাচ খেলেছে আজ। এই আইপিএল এ এখন পর্যন্ত বেশীরভাগ খেলাতেই টসে জিতে ফিল্ডিং নেওয়া দল ম্যাচ হেরেছে।তবুও টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভ স্মিথ। তিনি বলেন যে এই মাঠ তুনামূলক বড়। তাঁরা এই মাঠে সুপার ওভার হতে দেখেছেন। এই মাঠের সাপেক্ষে তারা পরিকল্পনা তৈরী করেছেন। তাই তাঁর এই সিদ্ধান্ত। আগের দিনের জয়ী দলে কোনোরকম পরিবর্তন না করেই মাঠে নামছে তারা। অন্যদিকে প্রথমে ব্যাটিং পেয়ে বিব্রত নন কোলকাতার অধিনায়ক। তিনি বলেন ” আমরা প্রথমে ব্যাটিং করতে প্রস্তুত। আগের দিন দলের ক্রিকেটাররা যেভাবে খেলেছে তার জন্য আমি গর্বিত।” আগের দিনের দলের উপর কোনোরকম কাটছাঁট না করেই অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামছেন নাইট অধিনায়ক। প্রথম একাদশ:

রাজস্থান রয়্যালস: জস বাটলার, স্টিভ স্মিথ(অধিনায়ক),সঞ্জু স্যামসং,রবিন উথাপ্পা, রিয়ান পরাগ,রাহুল তেওতিয়া,জোফরা আর্চার,টম কুরান, জয়দেব উনাদকট, অঙ্কিত রাজপুত,শ্রেয়স গোপাল

কোলকাতা নাইট রাইডার্স: সুনীল নারিন,শুভমান গিল,নীতীশ রানা,ইয়ন মর্গান,আন্দ্রে রাসেল,দীনেশ কার্তিক(অধিনায়ক),প্যাট কামিন্স,কুলদীপ যাদব,শিবম মাভি,কমলেশ নাগরকোটি,বরুন চক্রবর্তী