দলে আনতে পারে বিরাট পরিবর্তন, এই ১১ জন প্লেয়ারকে খেলাতে পারে কেকেআর, জানুন সম্ভাব্য একাদশ

Advertisement

Advertisement

দীনেশ কার্তিকের জায়গায় মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অধিনায়ক হয়েছিলেন ইয়ন মর্গ্যান। তাঁর অধিনায়কত্বে প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের শোচনীয় পরাজয় ছিল। আজ ২ পয়েন্টের হাইভোল্টেজ ম্যাচে নাইটদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।

Advertisement

কলকাতার ব্যাটসম্যানদের মধ্যে শুভমান গিল মোটামুটি ভাল ব্যাট করলেও বাকীরা সেভাবে নজর কাড়তে পারছে না। ফর্মে নেই ক্যারিবিয়ান জায়েন্ট আন্দ্রে রাসেল। দীনেশ কার্তিক একটা ম্যাচে খেললেও বাকী ম্যাচগুলোতে পুরোপুরি ফ্লপ। রাহুল ত্রিপাঠীর ব্যাটের ধার কমেছে। ইয়ন মর্গ্যান ও প্যাট কামিন্স চেষ্টা করলেও সেটা যথেষ্ট হচ্ছে না। তবে কামিন্সের মতো বোলারের থেকে বড় রান পাওয়াটা দলের কাছে প্লাস পয়েন্ট। নাইটদের বোলাররা ও ভাল বল করতে পারছে না। সুনীল নারিন না থাকায় বোলিংয়ে ধার অনেকটাই কমেছে।

Advertisement

সানরাইজার্স হায়দরাবাদের বোলিংটা ভাল হলেও ব্যাটিং আহামরি কিছু হচ্ছে না। বোলিংয়ে রাশিদা খান ইকোনোমিক বলিং করে উইকেট তুললেও ব্যাটিংয়ে জনি বেয়ারস্টো কিংবা ডেভিড ওয়ার্নার সেরকম দারুণ কিছু করতে পারছেন না। তবে তার মধ্যেও ২ পয়েন্টের খোঁজে রয়েছে সানরাইজার্স। কেকেআরের বিরুদ্ধে সারা মানে তাদের প্লে অফের রাস্তা আরও কঠিন হয়ে যাবে। আর কলকাতাকেও প্লে অফার আশা জিইয়ে রাখতে হলে এই ম্যাচে জয় দরকার।

Advertisement

একনজরে দেখে নেওয়া যাক দু দলের সম্ভাব্য প্রথম একাদশ

কলকাতা নাইট রাইডার্স : শুমান গিল, রাহুল ত্রিপাঠী, নিতীশ রানা, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, লকি ফার্গুসন/ক্রিস গ্রিন, শিবম মাভি, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ন

সানরাইজার্স হায়দরাবাদ : ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মনীশ পান্ডে, কেন উইলিয়ামসন, বিজয় শঙ্কর, অভিষেক শর্মা/বিরাট সিং, রাশিদ খান, শাহবাজ নাদিম, খালিল আহমেদ, সন্দীপ শর্মা, টি নটরাজন।