Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আইপিএলের সবচেয়ে প্রবীণতম ও মহার্ঘ্যতম ক্রিকেটার KKR দলে

Updated :  Friday, December 20, 2019 12:47 PM

গতকাল কলকাতাতে অনুষ্ঠিত হয় এবারের আইপিএল এর নিলাম। আইপিএল ২০২০ এর জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো কাছে শেষ সুযোগ ছিল যথাসম্ভব ঘর গুছিয়ে নেওয়ার। আইপিএল ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে প্রবীণ ক্রিকেটার ৪৮ বছর বয়সী স্পিনার প্রবিন তাম্বে কে ২০ লক্ষ টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স।

এবারের আইপিএলে সবচেয়ে বেশি দর ওঠে অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ও টেস্টের এক নম্বর বোলার প্যাট কামিন্স এর। ১৫ কোটি ৫০ লক্ষ টাকায় তাকে ঘরে তুলল কলকাতা নাইট রাইডার্স। কামিন্স ও তাম্বে ছাড়াও ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক ইয়ন মর্গান কে ৫ কোটি ২৫ লক্ষ টাকায় নেয় কেকেআর।

আরও পড়ুন : IPL 2020 : আইপিএলের নিলাম লাইভ আপডেট

নিলামের দিন কলকাতা থিঙ্ক-ট্যাঙ্ক জানিয়ে দেয় আগামী মরসুমেও কলকাতা দলকে নেতৃত্ব দেবে দীনেশ কার্তিক। দেখে নেওয়া যাক কলকাতার স্কোয়ার্ড কেমন হল।

দীনেশ কার্তিক(অধিনায়ক), শুভমন গিল, আন্দ্রে রাসেল, রাহুল ত্রিপাঠী, বরুণ চক্রবর্তী, সন্দীপ ওয়ারিয়ার, হ্যারি গার্নি, কমলেশ নাগরকোটি, মণিমারন সিদ্ধার্থ, শিবম মাভি, ক্রিস গ্রিন, কুলদীপ যাদব, লকি ফার্গুসন, সিদ্ধেশ লাদ, টম ব্যান্টন, সুনীল নারিন, প্রবিন তাম্বে, নীতীশ রানা, ইয়ন মরগান, নিখিল নায়েক, প্রসিদ্ধ কৃষ্ণ, প্যাট কামিন্স, রিঙ্কু সিং।