Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পরনে লাল রঙের বিকিনি টপ, মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন কিয়ারা আডবাণী

কিছুদিন আগেই ছুটি কাটাতে মলদ্বীপে গিয়েছেন অভিনেত্রী কিয়ারা আডবাণী (Kiara Advani)।  মলদ্বীপ থেকে প্রচুর ছবি শেয়ার করছেন কিয়ারা। সম্প্রতি কিয়ারার শেয়ার করা একটি ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।  ছবিটিতে কিয়ারার পরনে…

Avatar

কিছুদিন আগেই ছুটি কাটাতে মলদ্বীপে গিয়েছেন অভিনেত্রী কিয়ারা আডবাণী (Kiara Advani)।  মলদ্বীপ থেকে প্রচুর ছবি শেয়ার করছেন কিয়ারা। সম্প্রতি কিয়ারার শেয়ার করা একটি ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।  ছবিটিতে কিয়ারার পরনে রয়েছে লাল রঙের বিকিনি টপ এবং র‍্যাপ বটম।  এর সঙ্গে মানানসই করে কিয়ারা মাথায় বেঁধেছেন ব্যান্দানা, চোখে পরেছেন সাদা ফ্রেমের ওভারসাইজড রেট্রো সানগ্লাস। ছবিতে দেখা যাচ্ছে, মলদ্বীপের সবুজের মাঝে খালি পায়ে হেঁটে বেড়াচ্ছেন কিয়ারা।

গত বছর চণ্ডীগড়ে ‘যুগ যুগ জিও’ ফিল্মের শুটিং করছিলেন বরুণ ধাওয়ান (varun Dhawan), কিয়ারা আডবাণী, অনিল কাপুর (Anil Kapoor), নিতু সিং (Neetu singh)। চণ্ডীগড় থেকে মুম্বই  ফিরে বরুণ ও নিতুর করোনা পজিটিভ ধরা পড়ে। কিন্তু অনিল ও কিয়ারার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। এরপর বেশ কিছুদিন হোম কোয়ারেন্টিনে থাকতে হয় অনিলের কাপুর ও কিয়ারাকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গত বছর ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছে কিয়ারা আডবাণী অভিনীত কমেডি ফিল্ম ‘ইন্দু কি জওয়ানি’। ফিল্মটি  বক্স অফিসে সাফল্য না পেলেও ইন্দুর চরিত্রে  কিয়ারার অভিনয় প্রশংসিত হয়েছে।  এছাড়া গত বছরেই ওটিটি প্ল‍্যাটফর্ম ডিজনি হটস্টারে  মুক্তি পেয়েছে অক্ষয়কুমার ও কিয়ারা আডবাণী অভিনীত হিন্দি ফিল্ম ‘লক্ষ্মী’। দক্ষিণী ফিল্ম ‘কাঞ্চনা’-র হিন্দি রিমেক হলো ‘লক্ষ্মী’। চিত্রনাট্যের দুর্বলতা সত্ত্বেও অক্ষয় ও কিয়ারার স্টারডম ‘লক্ষ্মী’-কে হিট ফিল্ম বানিয়েছে।  ডিজনি হটস্টারের তরফে জানানো হয়েছে, ‘লক্ষ্মী’ ভিউয়ারস রেকর্ড ব্রেক করতে সফল হয়েছে।  চলতি বছরে কিয়ারার হাতে রয়েছে একাধিক ফিল্ম।  এর মধ্যে ‘শেরশাহ’ ফিল্মে কিয়ারা অভিনয় করছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)-এর বিপরীতে।  এছাড়া কার্তিক আরিয়ান(Kartik Arian)-এর বিপরীতে ‘ভুল ভুলাইয়া 2’ ফিল্মে অভিনয় করছেন কিয়ারা।

About Author