Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আকাঙ্খা দুবের সাথে এমন রোম্যান্স করলেন খেসারি লাল যাদব, যে বুড়োও হয়ে গেলেন তরুণ, দেখুন ভিডিও

Updated :  Tuesday, June 13, 2023 8:40 AM

আজকের দিনে দাঁড়িয়ে ভোজপুরি গান সবথেকে জনপ্রিয় কয়েকটি ভারতীয় সংগীতের মধ্যে একটি হয়ে উঠেছে। যে কোন অনুষ্ঠানেই আজকাল ভোজপুরি গান বাজনা শোনা যায়। সবথেকে বড় কথা যে কোন পার্টিতে এই ধরনের গান একেবারে মাস্ট। অনেক অনুষ্ঠানে আমরা ভোজপুরি গান শুনে থাকি এবং অনেকেই এই ভোজপুরি গানের সঙ্গে নাচ করে মঞ্চ মাতিয়ে দেন। ভোজপুরি অনেক তারকা এমন রয়েছেন যারা বলিউড তারকাদের থেকেও অনেক বেশি জনপ্রিয়। এদের মধ্যে যেমন আছেন নিরাহুয়া, তেমনি রয়েছেন খেসারি লাল যাদব এবং রবি কিসান এর মতো তারকারা।

অন্যদিকে, অভিনেত্রীদের তালিকা দেখতে গেলে সেখানেও চমক ভরপুর। একদিকে যেমন নিজের চেহারা ও লুকস দিয়ে পুরো ভোজপুরি দুনিয়াকে নিজের বশ করে নিয়েছেন আম্রপালি দুবে। তেমনি কিন্তু নিজের দারুন অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করছেন বাঙালি অভিনেত্রী মোনালিসা। এর সাথেই উঠতি অভিনেত্রীদের মধ্যে কাজল রাঘবানির নামও না বললেই নয়। অক্ষরা সিংও এই তালিকায় একটা জায়গা করে নিয়েছেন। তবে সম্প্রতি এই তালিকায় আরও একটি নাম আমরা দেখতে পাচ্ছি। এই নামটি হলো আকাঙ্খা দুবের।

সম্প্রতি খেসারি লাল ও আকাঙ্খা দুবের একটি নতুন গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই গানের ভিডিওটি অ্যালবাম গরম গোলা থেকে নেওয়া হয়েছিল। এই গানটি খেসারি লাল যাদব গেয়েছেন। এ পর্যন্ত গানটি দেখেছেন পাঁচ লাখের বেশি মানুষ এবং লাইক করেছেন ১৫ হাজার মানুষ। খেসারি লাল যাদবের চ্যানেল থেকে এই গানটি ২ জুন ২০২৩-এ আপলোড করা হয়েছিল। এই গানে খেসারি লাল যাদবের রোমান্টিক স্টাইল দেখা যাচ্ছে। খেসারি লাল যাদব এই গানে অভিনেত্রী আকাঙ্খা দুবের সাথে অসাধারণ রোমান্স করেছেন। দুজনের কেমিস্ট্রি দেখে মানুষ রীতিমতো পাগল হয়ে যাচ্ছেন এবং দুজনের গান সবাই বেশ পছন্দও করছে। দেখে নিন ভিডিওটি।