Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

খেসারী লাল যাদব ও সাহার আফসার হোলির স্পেশাল গান ভাইরাল, রোমান্টিক মাখোমাখো নাচ নজর কেড়েছে নেটিজেনদের

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে…

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নেয় নেটিজেনদের। সেইসাথে এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে সুপারস্টার খেসারি লাল যাদবের।

আজ বসন্ত উৎসব। গোটা ভারতে কোথাও দোল বা কোথাও হোলি নামে পরিচিত এই রং খেলার দিন। পুরনো নেতিবাচকতাকে সরিয়ে নতুন রঙে রাঙিয়ে ওঠার নাম এই দোল উৎসব। এই রং খেলার দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন গোটা ভারতবাসী। এই উৎসব বিশেষভাবে জনপ্রিয় উত্তরপ্রদেশের বৃন্দাবন মথুরা সমস্ত জায়গায়। এই হোলির আগেই ইউটিউবে পোস্ট হয়েছিল খেসারী লাল যাদবের হোলি স্পেশাল মিউজিক ভিডিও। বলাবাহুল্য, সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গানটির নাম, “উপাসে রাহী কা”। এই গানে খেসারী লাল যাদব ও সাহার আফসার রোমান্টিক মাখোমাখো নাচ দেখা গিয়েছে। দুইজনের মধ্যে কেমিস্ট্রি মন জয় করে নিয়েছে নেটিজেনদের। গানটি শুরুতে দুইজন বেডরুমে অন্তরঙ্গতায় মত্ত হয়েছেন এবং ঠিক কিছুক্ষণ বাদে তাঁরা আবার বাগানের মধ্যে একে অপরের কাছে এসেছেন। দুজনের মধ্যে উষ্ণ রোমান্স রাতের ঘুম কেড়ে নিয়েছে গোটা নেটজনতার।

জানিয়ে রাখা ভাল, মিউজিক ভিডিও “উপাসে রাহী কা”, চোরি চোরি চুপকে চুপকে সিনেমার। এই গানটি গেয়েছেন খেসারী লাল যাদব ও প্রিয়াঙ্কা সিং। গানের লিরিক্স দিয়েছেন আশুতোষ তিওয়ারি। এই গানটির মিউজিক কম্পোজ করেছেন রাজনিশ মিশ্রা। বর্তমানে হোলির মরসুমে এই গান আবার নতুন করে তুমুল ভাইরাল হয়েছে। আজকে রংয়ের খেলার মাঝেই ইউটিউবের ট্রেন্ডিং লিস্টে উঠে এসেছে এই ভোজপুরি মিউজিক ভিডিও।

About Author