Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শীত পড়ার মুখে ডেঙ্গুর পাশাপাশি নতুন রোগ কাওয়াসাকি, জেনে নিন এই রোগের লক্ষণ

শ্রেয়া চ্যাটার্জি : ডেঙ্গুর প্রকোপে রাজ্যবাসী বিপর্যস্ত। তার মধ্যে আবার দেখা মিলেছে এক নতুন রোগের। যার নাম কাওয়াসাকি। জ্বর এবং গায়ে হাতে পায়ে র‍্যাশ বেরোয়। হাতে পায়ে ছাল উঠতে থাকে…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি : ডেঙ্গুর প্রকোপে রাজ্যবাসী বিপর্যস্ত। তার মধ্যে আবার দেখা মিলেছে এক নতুন রোগের। যার নাম কাওয়াসাকি।

জ্বর এবং গায়ে হাতে পায়ে র‍্যাশ বেরোয়। হাতে পায়ে ছাল উঠতে থাকে এবং জিভ লাল হয়ে যায়। রোগ ধরা পড়লে তার চিকিৎসা আছে, কিন্তু এখানে ডেঙ্গুর সঙ্গে এই রোগের অনেকটা মিল থাকায় চিকিৎসকরা সহজে ধরে উঠতে পারছেনা এই রোগটিকে। সাধারণত শিশুদেরই রোগটি বেশি দেখা যায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বছরে দুবার এই রোগের প্রকোপ দেখা যায়। গ্রীষ্ম চলে যাচ্ছি শীত আসছে এই সময়টাতে, আবার শীত চলে যাচ্ছে এবং গ্রীষ্ম আসছে এই সময়। অর্থাৎ যে সময়টা ঠিকমত ঠান্ডা পড়ে না, আবার ঠিকমতো গরম থাকে না, এই রকম সন্ধিক্ষণে এই রোগের প্রকোপ বাড়ে।

সাধারণত বাচ্চারা এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে। কলকাতার নামী দামী হসপিটাল গুলোতে প্রায় ১৫ জন এই রোগে আক্রান্ত হয়ে ভর্তি আছেন। চিকিৎসকদের দাবি, এই রোগ যদি ঠিকমতো সময় না ধরতে পারা যায় তাহলে শিশুদের মৃত্যু পর্যন্ত হতে পারে।

About Author