Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Katrina-Vicky Wedding : ভিকি -ক্যাটরিনার রাজকীয় বিয়ের মেনুতে কী কী স্পেশ্যাল পদ থাকছে? দেখুন

এখন বলিউডে পেজ থ্রিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে। টিনসেল টাউনের সেলিব্রিটি থেকে শুরু করে অনুরাগী, সকলেই এই হেভিওয়েট কাপলেত আসন্ন বিয়ের আপডেট পেতে আগ্রহী। দুজনের…

Avatar

By

এখন বলিউডে পেজ থ্রিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে। টিনসেল টাউনের সেলিব্রিটি থেকে শুরু করে অনুরাগী, সকলেই এই হেভিওয়েট কাপলেত আসন্ন বিয়ের আপডেট পেতে আগ্রহী। দুজনের বিয়ের খবরে এখন সরগরম বলিউড। জানা যাচ্ছে এই সপ্তাহেই ৯ ডিসেম্বর চার হাত এক হবে এই চর্চিত প্রেমিক জুটির। জানা যাচ্ছে, আগামী ৬ তারিখ অর্থাৎ গতক্সল রাজস্থান উড়ে যান ক্যাট ভিকি। জয়পুর এয়ারপোর্ট থেকে সড়কপথে নয়, সোজা হেলিকপ্টারে করে বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে পৌঁছান এই লাভ বার্ডস।আগামী ৭ ডিসেম্বর আজ ক্যাটের মেহেন্দি আর হলদির অনুষ্ঠান হবে।

Katrina-Vicky Wedding : ভিকি -ক্যাটরিনার রাজকীয় বিয়ের মেনুতে কী কী স্পেশ্যাল পদ থাকছে? দেখুন

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ইতিমধ্যে গতকাল যোধপুরে পৌঁছে গিয়েছেন বলিউডের এই লাভ বার্ডস হবু ভিকি আর ক্যাট। প্রিয় ভিক্যাটের বিয়ে নিয়ে বলিউড সেলেব থেকে অনুগামীরা সকলেই মুখিয়ে। কাতা আসবে ভিকি ও ক্যাটের রাজকীয় বিয়েতে? কিভাবে নিজেদের বিয়ে সাজবে এই জুটি? কী কী খাবার থাকতে চলেছে তা জানার জন্য উদগ্রীব অনুগামীরা। ইতিমধ্যে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল নিজেদের বিয়ের মেনুতে রাজকীয়তা বজায় রাখতে চলেছেন। সূত্র থেকে জানা গেছে, পাঞ্জাবি, রাজস্থানি, মোগলাই, কন্টিনেন্টাল, ইতালিয়ান সহ দেশ-বিদেশের নানা ক্যুইজিন পদ থাকতে চলেছে এই রাজকীয় বিয়ের মেনুতে।

সূত্র থেকে আরও জানা গেছে সোয়াই মাধোপুরের নামজাদা সমস্ত মিষ্টির দোকান থেকে নানান রকমের মিষ্টিও ডিসার্টে রাখা হয়েছে। এর মধ্যে থাকতে চলেছে রাজস্থানের হরেক রকমের মিষ্টি, কাজু বরফি,ডোডা বরফি, বেসন চাক্কি, গুলাব জামুন সহ আরও নানা স্বাদের মিষ্টি । আর ভিকি যেহেতু পাঞ্জাবি তাই ভিকির পছন্দের পাঞ্জাবি রান্না থাকবে। আরও জানা গেছে,  ভিকি  কৌশল যেহেতু পাঞ্জাবি তাই পাঞ্জাবি পদ থাকবে। সেই জন্য একটি স্পেশ্যাল পাঞ্জাবি প্ল্যাটারে ছোলে বাটুরে থেকে বাটার চিকেন সব কিছুই অতিথিদের জন্য রাখা হয়েছে। এছাড়াও অন্যান্য বিদেশি খাবারও অতিথিদের পরিবেশন করা হবে।

Katrina-Vicky Wedding : ভিকি -ক্যাটরিনার রাজকীয় বিয়ের মেনুতে কী কী স্পেশ্যাল পদ থাকছে? দেখুন

সূত্র থেকে জানা যাচ্ছে, ভিকির ঘোড়ায় টানা রথে চেপে বর আসবে বিয়ের মন্ডপে। এবং সুসজ্জিত কাঁচের মন্ডপে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বলিউডের এই সেলেব জুটি । এই বিয়েতে ১২০ জন নিমন্ত্রিতের তালিকা করা হয়েছে। কোভিড -১৯ এর জেরে অতিথি সংখ্যা কম হয়েছে তবে এই সেলেবের গ্র‍্যান্ড রিসেপশন হবে মুম্বাইতে আর সেখানে বলিউড সকল সেলেবদের আমন্ত্রণ থাকবে। ইতিমধ্যে প্রিয় তারকাকে বর কনের সাজে দেখার জন্য উদগ্রীব হয়ে উঠেছেন। আর এই হাইপ্রোফাইল বিয়েতে কোনো ত্রুটি রাখা হচ্ছেনা।

About Author