Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ক্যাটরিনা নাকি ভিকি? জানুন কার সম্পত্তির পরিমাণ বেশি

এই মুহূর্তে বলিউডের সবথেকে চর্চিত জুটি ক্যাট ও ভিকি। তাদের বিয়ের আলোচনা নিয়ে সরগরম হয়ে রয়েছে গোটা বলিপাড়া। চলতি মাসের ৯'ই ডিসেম্বর অর্থাৎ আগামী বৃহস্পতিবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন…

Avatar

By

এই মুহূর্তে বলিউডের সবথেকে চর্চিত জুটি ক্যাট ও ভিকি। তাদের বিয়ের আলোচনা নিয়ে সরগরম হয়ে রয়েছে গোটা বলিপাড়া। চলতি মাসের ৯’ই ডিসেম্বর অর্থাৎ আগামী বৃহস্পতিবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তারা। রাজস্থানের বারওয়ারা ফোর্টে বিয়ের অনুষ্ঠান সারবেন এই জুটি। ইতিমধ্যেই তারা পৌঁছে গিয়েছেন রাজস্থানের এই ফোর্টে। বিয়ের আগে ৮ই ডিসেম্বর অর্থাৎ বুধবার প্রি-ওয়েডিং সম্পন্ন করবেন এই তারকা জুটি। জানা গেছে, রাজপুতদের কায়দায় ছাদনাতলায় উপস্থিত হবেন ভিকি কৌশল। এই তারকা জুটির বিয়েতে খাওয়া-দাওয়ার আয়োজনও হচ্ছে এলাহী ভাবে।

তাদের বিয়ের খবর সামনে আসার পর থেকেই নিজেদের বয়সের পার্থক্য নিয়ে তারা মিডিয়াতে ভীষণভাবে চর্চিত হচ্ছেন। ৩৮ বছর বয়সী ক্যাটরিনা কাইফের সাথে গাঁটছড়া বাঁধছেন ৩৩’এ পা দেওয়া ভিকি কৌশল। ক্যাটরিনা কাইফের থেকে ভিকি কৌশল ৫ বছরের ছোট হওয়ার কারণেই তারা চর্চিত হচ্ছেন। তবে সেই সমস্ত চর্চায় বিশেষ পাত্তা দিতে নারাজ এই তারকা জুটি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২০০৩ সালে বলিউডে ‘বুম’ ছবির মাধ্যমে ডেবিউ ঘটেছে ক্যাটরিনা কাইফের। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন সফল বিজনস লেডিও। তার একটি নিজস্ব বিউটি ব্র্যান্ড রয়েছে যার নাম ‘কে বিউটি’। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতেও প্রায় ১৮ বছর পূর্ণ করলেন এই অভিনেত্রী। অন্যদিকে ২০১২ সালে বলিউডে ডেবিউ ঘটেছে ভিকি কৌশলের। বিখ্যাত স্টান্ট ডিরেক্টর শ্যাম কৌশলের ছেলে ভিকি কৌশল ২০১৫ সালে ‘মাসান’ ছবির মাধ্যমে অভিনেতা হিসেবে স্বীকৃতি পান তিনি।

অতএব নিঃসন্দেহে বলাই যায়, ক্যাটরিনা কাইফের অভিনীত ছবির সংখ্যা অনেক বেশি অভিনেতার থেকে। অতএব সাফল্য ও সম্পত্তি দুই দিক দিয়েই ভিকি কৌশলের থেকে এগিয়ে রয়েছেন ক্যাটরিনা কাইফ। উল্লেখ্য, ক্যাটরিনা কাইফের মোট সম্পত্তির পরিমাণ ২২০ কোটি টাকা। সেই তুলনায় ভিকি কৌশলের সম্পত্তির পরিমাণ খুবই কম, মাত্র ২৪ কোটি টাকা।

About Author