Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউন না মানায় সাধারন মানুষের পর পুলিশের লাঠিচার্জ, দেখুন ভিডিও

দেশে লকডাউন চলছে ১ মাসের ও বেশি সময় ধরে। বার বার বিশেষজ্ঞরা বলেছেন লকডাউন ছাড়া করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করার আর কোনো উপায় নেই। কিন্তু সাধারণ মানুষের সেদিকে ভ্রূক্ষেপ নেই।…

Avatar

দেশে লকডাউন চলছে ১ মাসের ও বেশি সময় ধরে। বার বার বিশেষজ্ঞরা বলেছেন লকডাউন ছাড়া করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করার আর কোনো উপায় নেই। কিন্তু সাধারণ মানুষের সেদিকে ভ্রূক্ষেপ নেই। বাড়িতে থাকার কথা বলা হলেও কিছু সংখ্যক মানুষ আছেন, যারা নানা অছিলায় ঘর থেকে বেরোচ্ছেন। মুখে মাস্ক পড়ছেন না ও অন্যান্য নিয়ম মানছেন না। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা থাকা সত্বেও এই ঘটনাগুলি প্রতিদিন দেখা যাচ্ছে।

এরকমই একটা ঘটনা ঘটেছে কর্ণাটকের কালাবুরাগিতে। সেখানে বেশ কিছু মানুষ লকডাউন মানছিলেন না। তখন পুলিশকে তাদের উপর লাঠি চার্জ করতে দেখা গেছে। এএনআই সংবাদসংস্থা মারফত একটি ভিডিওতে ঘটনাটি দেখা গেছে। আগামী ৭ মে পর্যন্ত সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কর্ণাটকের কালাবুরাগিতে বেশ কিছু সংখ্যক করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। ফলে এলাকাটি রেড জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

 কর্নাটকে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫৩৫ জন। মারা গেছেন ২১ জন। কর্নাটকে ৩০ টি জেলার মধ্যে ৬ টি জেলা রেড জোন, ৫ টি জেলা অরেঞ্জ জোন ও ৫ টি জেলা ইয়েলো জোন আর বাকি ১৪ টি জেলা গ্রিন জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। বেঙ্গালুরু ও মাইসোর রেড জোন হিসাবে ঘোষণা করা হয়েছে।

About Author