Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বেবি বাম্প নিয়ে নতুন ফটো শ্যুটে সাইফ-ঘরনী করিনা কাপুর খান

Updated :  Tuesday, October 27, 2020 9:14 PM

দিল্লি থেকে মুম্বাই ফিরে ফের শ্যুটিং এ মন দিয়েছেন নবাব পত্নী করিনা কাপুর খান। অন্তঃসত্ত্বা অবস্থায় দিল্লি উড়ে গিয়েছিলেন সপরিবারে। লাল সিং চাড্ডার শ্যুটিং করেন বেবো। মুম্বাই ফিরে পতৌদি রাজপ্রাসাদ কেনার সময় সাইফের পাশে থাকেন অভিনেত্রী। নবজাতকের আসার আগেই নতুন ফ্ল্যাট কেনার পরিকল্পনা করেন করিনা ও সাইফ। সোশ্যাল মিডিয়ায় নিজের একের পর এক নো মেক আপ লুকে ধরা দেন অভিনেত্রী। এইবারে বেবি বাম্প নিয়ে করলেন ফটোশ্যুট।

বেবি বাম্প নিয়ে নতুন ফটো শ্যুটে সাইফ-ঘরনী করিনা কাপুর খান

এবার সইফ-ঘরণী ফটোশুট করলেন দিদি করিশ্মার সঙ্গে। করিনার সেই ফটোশুটের ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। করোনা আবহয়ে নিজের অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে দাঁড়িয়েই ফটোশুটের জন্য তৈরি হতে দেখা যায় বেবোকে।

বেবি বাম্প নিয়ে নতুন ফটো শ্যুটে সাইফ-ঘরনী করিনা কাপুর খান