
Advertisement
সদ্য মা হতে চলেছেন করিনা কাপুর খান। কিন্তু মনে কোন ভয় ডর নেই। দিব্যি শ্যুটিং, ফটোশ্যুট করে যাচ্ছেন সাইফ ঘরণী। এবারে মাতলেন হ্যালোউইন পার্টিতে। তৈমুরের বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতেছেন বেবো।
Advertisement
ল্যাভেন্ডার রঙা ফ্রকে হবু মা পোজ দিয়ে ছবি তুলেছেন তৈমুরের বন্ধুদের মায়েদের সঙ্গে।
Advertisement
সাইফ ঘরণী বর্তমানে ৬ মাসের গর্ভবতী। এরই মাঝে কখনো শ্যুটিং এর জন্য দিল্লি উড়ে যাচ্ছেন তো কখনো নতুন আবাসনের খোঁজে রয়েছেন তো কখনো মায়ের হাতে তেল মালিশ খাচ্ছেন।
২০২১-এর মার্চের দিকে দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন করিনা। এই ব্যপারে করিনার একটাই বক্তব্য, তৈমুরের একজন খেলার সঙ্গীর খুব দরকার।