Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Kapil Sharma: প্রকাশ্যে কপিলকে ‘গরীব’ বলে ব্যাঙ্গ, তারকার ‘বড়লোক’ স্ত্রীর কীর্তি দেখে নিন! রইলো ভিডিও

এই মুহূর্তে বলিউড তথা গোটা ভারতবর্ষের কাছে জনপ্রিয় কমেডিয়ানদের মধ‍্যে শীর্ষে নাম আসবে কপিল শর্মা। দীর্ঘদিন ধরে বিভিন্ন টেলিভিশন শোয়ের মাধ্যমে সেলিব্রেটি থেকে আম জনতা সকলকে হাসাচ্ছেন। কপিলের জোকে সহজেই…

Avatar

By

এই মুহূর্তে বলিউড তথা গোটা ভারতবর্ষের কাছে জনপ্রিয় কমেডিয়ানদের মধ‍্যে শীর্ষে নাম আসবে কপিল শর্মা। দীর্ঘদিন ধরে বিভিন্ন টেলিভিশন শোয়ের মাধ্যমে সেলিব্রেটি থেকে আম জনতা সকলকে হাসাচ্ছেন। কপিলের জোকে সহজেই আনন্দিত হন আমজনতা থেকে সেলিব্রেটিরা। ‘দ্য কপিল শর্মা শো’, ‘কমেডি নাইটস’ একাধিক কমেডি শো থেকে বল মহলে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন কমেডিয়ান কপিল। দীর্ঘ দিন ধরে ‘দ্য কপিল শর্মা’র শো সঞ্চালনা করছেন তিনি। তবে এবার এই কমেডিয়ান ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে অভিষেক করতে চলেছেন কপিল। শীঘ্রই তাকে দেখা যাবে নেটফ্লিক্সের শো ‘আই অ্যাম নট ডান ইয়েট’- নামক অনুষ্ঠানে।

আগামী ২৮ জানুয়ারি থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে কপিলের এই এপিসোডটি। সম্প্রতি কপিল নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলের পাতাতে নেটফ্লিক্সের সেই শো-এর ট্রেলার শেয়ার করেছেন কপিল। আর শেয়ার করা সেই ভিডিয়োতে দর্শকের আসনে দেখা গেছে কপিলের আদুরে স্ত্রী গিনিকে। আর ওই ট্রেলারে কপিলকে বলতে শোনা যাচ্ছে এই শো-এর নাম ‘আই অ্যাম নট ডান ইয়েট’ অর্থাৎ সোজা বাংলায় তর্জমা করলে দেখা দাঁড়ায় ‘আমি এখনও শেষ করিনি’ শুনে রেগে চিৎকার করে উঠেছিল গিনি। কপিলের দিকে তাক করে ছুঁড়ে মেরেছিল বালিশও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কিন্তু কারণ কী? এর উত্তর অবশ্য তিনি দিয়েছে কপিল নিজেই, ‘আসলে দেড় বছরের মধ্যে কপিল আর গিনির দুই সন্তান পরিবারে এসেছে। সুতরাং বুঝতেই পারছেন….সেকথা তো আর ভোলা যায় না। এরপর ফের তাঁর মুখে শোনা যায় ‘আমি এখনও শেষ করিনি’ আতঙ্কিত হয়ে গেছিল ও। তাই তো জিজ্ঞেস করেছিল এরপরেও তোমার আর কী পরিকল্পনা রয়েছে?’ এরপরেই দর্শকের সিটে বসা ত
নিজের স্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন কপিল।

তিনি প্রকাশ্যে গিনিকে জিজ্ঞাসা করেন, ‘সেই সময়ে আমার মতো একজন ছাপোষা, সাধারণ, স্কুটার চালক-এর মধ্যে কী দেখে প্রেমে পড়েছিলে?’ এরপরেই মজাদার ভঙ্গিতে গিনির মজার উত্তর, ‘ভেবেছিলাম বেশিরভাগ মেয়েই তো তাঁদের বিয়ের জন্য অর্থবান পুরুষ খোঁজে, তাই আমিই না হয় এই গরিব ছেলেটাকে পছন্দ করে ওকে কৃতার্থ করি!’ ব্যাস এরপরেই ওই মঞ্চে থাকা সকলেই হেসে উঠলেন।

উল্লেখ্য, ২০১৮ সালে ডিসেম্বর মাসে জলন্ধরে পাঞ্জাবি নিয়ম মেনে সাত পাকে বাধা পড়েন কমেডিয়ান কপিল আর গিনি। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই এই দম্পতির কোল আলো করে এসেছিল লক্ষী মেয়ে আনায়রা। মেয়ে আনায়রার জন্মের ১৩ মাসের মাথায় ফের কপিল-গিনির ঘরে কোল আলো করে আসে তাঁদের পুত্র সন্তান। গত বছর ১ ফেব্রুয়ারি দ্বিতীয়বার বার বাবা হন কমেডিয়ান। এখন ছেলে মেয়ে আর স্ত্রী নিয়ে মন দিয়ে সংসার করছেন কপিল শর্মা।

About Author