Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘লক্ষ্মী বম্ব’ ছবির প্রমোশনে অক্ষয় কুমারকে ‘টাকা গোনার মেশিন’ উপহার দিলেন কপিল শর্মা

হরর ও কমেডির ককটেল নিয়ে দিওয়ালিতে আসতে চলেছে অক্ষয় ও কিয়ারা অভিনীত 'লক্ষ্মী বম্ব'। তাই ফিল্মের প্রচারের জন্য দুইজনেই উপস্থিত হয়েছিলেন কপিল শর্মার শো তে। দিওয়ালিতে সরাসরি ডিজনি প্লাস হটস্টারে…

Avatar

হরর ও কমেডির ককটেল নিয়ে দিওয়ালিতে আসতে চলেছে অক্ষয় ও কিয়ারা অভিনীত ‘লক্ষ্মী বম্ব’। তাই ফিল্মের প্রচারের জন্য দুইজনেই উপস্থিত হয়েছিলেন কপিল শর্মার শো তে। দিওয়ালিতে সরাসরি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাচ্ছে লক্ষ্মী বম্ব। কিন্তু সিনেমার ট্রেলার প্রকাশ হওয়ার পরেই অনেকে বয়কটের ডাক দেন। কিন্তু সমস্য জল্পনা বয়কটের হুমকিকে তোয়াক্কা না করে সিনেমার প্রচারের জন্য বিগ হিট কপিল শর্মার শোতে হাজির হন অক্ষয়। সেখানেই অক্ষয়ের হাতে একটি টাকা গোনার মেসিন তুলে দেন সঞ্চালক কপিল শর্মা নিজেই। সেই ভিডিও শস্যাল মিডিয়াতে পোস্টও করেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত, দ্য কপিল শর্মা শো (The Kapil Sharma Show) সিলভার জুবিলি অনুষ্ঠান সেলিব্রেট করছিলেন, সেদিনই অক্ষয় ও কিয়ারা তাঁদের সিনেমার প্রমোশনের জন্য আসেন এই মঞ্চে। তাই শুধু কপিল শর্মা নিজে নন, পুরো টিম কিছু না কিছু উপহার অক্ষয়ের হাতে তুলে দিয়েছেন। কিকু শারদা উপহার দিয়েছিলেন অক্ষয় কুমারকে একটি তাজমহল প্রতিরূপ। ভারতী সিং দিয়েছেন একটি রৌপ্য মগ, কৃষ্ণা অভিষেক তাঁকে একটি ঘড়ি উপহার দিয়েছেন, এবং সবশেষে কপিল দিয়েছেন টাকা গোনার মেশিন (note ginne ki machine) এবং অনেক শুভ কামনা।

আগামী ৯ নভেম্বর লক্ষ্মী বম্ব মুভির অনলাইন স্ট্রিমিং চালু হবে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে।

About Author