Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বলিউড প্রসঙ্গে কঙ্গনার তীব্র প্রতিবাদ : শো বিজনেস পুরো নেশার মতো

বলিউড নিয়ে কঙ্গনার প্রতিবাদ লেগেই রয়েছে। বইউডে থেকেই বলিউডের পর্দা ফাঁস করেই চলেছেন কুইন কঙ্গনা রানাউত। কখনো স্বজনপোষণ নীতি নিয়ে সরব হয়েছেন তো কখনো বলিউডের ডার্ক ড্রাগ স্মাগ্লিং বিষয় নিয়ে…

Avatar

বলিউড নিয়ে কঙ্গনার প্রতিবাদ লেগেই রয়েছে। বইউডে থেকেই বলিউডের পর্দা ফাঁস করেই চলেছেন কুইন কঙ্গনা রানাউত। কখনো স্বজনপোষণ নীতি নিয়ে সরব হয়েছেন তো কখনো বলিউডের ডার্ক ড্রাগ স্মাগ্লিং বিষয় নিয়ে মুখ খুলেছেন। এমনকি মুম্বাই পুলিশ ও মুম্বাইয়ের শাসনভার নিয়েও তোপ দাগতে শুরু করেন অভিনেত্রী। এবার আবারও সেই সাহস দেখিয়ে ট্যুইট করে জানান, “লাইট, ক্যামেরা, অ্যাকশনের জগত (শো বিজনেস) নেশার মতো একটি জায়গা। লাইট, ক্যামেরা, অ্যাকশনের সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা এর প্রকৃত রূপ দেখতে পাচ্ছেন। শুধু তাই নয়, এই জগত মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে শুরু করেছে।” চলুন দেখে নিই ট্যুইটটি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কঙ্গনা তাঁর একটি ব্যক্তিগত সাক্ষাৎকারে জানান, “আমি যা হারিয়েছিলাম তা খুঁজে পেয়েছি এবং এখন সমস্ত কিছু বোধগম্য।” I have found what I had lost, and now everything makes sense. হিমাচল প্রদেশের একটি মেয়ে যখন মাত্র ৬ বছর বয়সে সামাজিক ব্যধির সঙ্গে লড়াই করেছে তখন থেকেই স একজন ফাইটার। তাঁর নিজের হারানোর কিছুই নেই তাই কোন কিছুতেই মাথা নত করবেন না কঙ্গনা, সাফ উক্তি অভিনেত্রীর।

About Author