মাথা নত না করার বার্তা বহুবার দিয়েছিলেন কঙ্গনা রানাউত। এবারেও মাথা নত না করে গর্জে উঠলেন বলিউড কুইন। যেদিন AIIMS জানিয়ে দেয় যে সুশান্ত সিং রাজপুত খুন হননি, এটি কেবল একটি আত্মহত্যা, ঠিক সেদিন থেকেই বলিউডের কিছু মুখ সরব হয় পুরস্কার ফিরিয়ে দেওয়ার দাবী জানিয়ে। ‘#KanganaAwardWapasKar’ এই মুহূর্তে এটাই সব থেকে ট্রেন্ডিং ট্যাগ। বলিউডের এক অভিনেত্রী স্বরা ভাস্করের ট্যুইট এখানে দেওয়া হল।
Hey! Now thay both CBI and AIIMS have concluded that #SushantSinghRajput tragically died by suicide… weren’t some people going to return their government bestowed awards??? ???
— Swara Bhasker (@ReallySwara) October 7, 2020
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowনাম না করেই পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন অভিনেত্রী স্বরা। কিন্তু চুপ করে থাকার পাত্রী কঙ্গনা নন। কঙ্গনা নিজে এই কটাক্ষের জবাব দিয়েছেন। পুরনো ট্যুইট ও একটি সাক্ষাৎকারের লিঙ্ক তিনি তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পুনরায় পরিবেশন করেছেন।
ये है मेरा इंटर्व्यू अगर याददाश्त कमज़ोर हो तो फिर से देखें, अगर मैंने एक भी झूठा या ग़लत आरोप लगाया हो, तों मैं अपने सारे अवार्डस वापिस कर दूँगी, ये एक क्षत्रिय का वचन है, मैं राम भक्त हूँ, प्राण जाए पर वचन ना जाए, जय श्री राम ?#KanganaAwardWapasKar https://t.co/j6H8zLsuEp
— Kangana Ranaut (@KanganaTeam) October 7, 2020
কঙ্গনা সাফ জানিয়ে দিয়েছেন ‘এই হল আমার সাক্ষাত্কার। যদি স্মৃতিশক্তি এতটাই দুর্বল হয়, তাহলে আরও একবার ভালো করে সাক্ষাত্কার দেখুন। আমি যদি একটাও অসত্য দাবি করে থাকি তাহলে সব পুরস্কার ফিরিয়ে দেব। একজন ক্ষত্রিয়র কথা। আমি রামের ভক্ত। কিন্তু আমি প্রতিজ্ঞা করতে পারব না। জয় শ্রী রাম #KanganaAwardWapasKar।’
এখানেই থামেননি অভিনেত্রী, ভিডিয়ো শেষে তিনি দৃঢ় কণ্ঠে দাবি করেছেন, সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) আত্মহত্যা করেননি, তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছিল।