দেশে মহিলা রাজনৈতিক নেতা তৈরি হওয়া এই শুরু, মন্তব্য আমেরিকার নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট হ্যারিসের

Advertisement

Advertisement

ওয়াশিংটন: দীর্ঘ আলোচনা-পর্যালোচনার পর আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট হয়েছেন জো বাইডেন। বারাক ওবামার সময়কালে তিনি ছিলেন ভাইস প্রেসিডেন্ট। আর তাঁর সময়কালে ভাইস প্রেসিডেন্ট হলেন কমলা হ্যারিস। আমেরিকার রাজনৈতিক ইতিহাসে প্রথম মহিলা যিনি ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। শুধু তাই নয়, তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট।

Advertisement

আর আমেরিকার নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম বক্তৃতা দিতে গিয়ে তিনি যা বললেন, তাতে যে কেউ নড়ে উঠতে পারে। ডেলাওয়ারে হ্যারিস প্রথম ভাষণ দিতে গিয়ে বলেন, ‘একটা কথা মুখে মুখে প্রচলিত ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষজন কখনই কোনও দিন একজন মহিলার ওপর দেশ ভার তুলে দেবে না। কিন্তু এই প্রচলিত কথার বদল ঘটল। মার্কিন যুক্তরাষ্ট্রে মহিলা নেতা তৈরি হওয়ার এই শুর। আমি প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট। কিন্তু আমি শেষ নই। আমার এই বক্তৃতা এখন যে ছোট ছোট মেয়েরা শুনছে, তারা বুঝতে পারছে যে, এই দেশে সম্ভাবনার শেষ নেই।’

Advertisement

Advertisement

এর পাশাপাশি তিনি আরও বলেন, ‘নির্বাচনে যেসব কর্মী এবং স্বেচ্ছাসেবকরা কাজ করেছেন, তাদের কাছে আমরা ঋণী। কারণ, তারাই বহু মানুষকে ভোটের লড়াইয়ে শামিল করেছেন এবং এই জয় ছিনিয়ে এনেছেন। যারা ভোট দিয়ে গণতন্ত্রের এই লড়াইয়ে সামিল হয়েছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই।’

করোনা ভাইরাসের কারণে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা। আর এই পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট হ্যারিস বলেন, ‘আমরা এখন খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। কিন্তু তার মধ্যেও আপনারা যেভাবে ভোটের লড়াইয়ে উৎসাহ দেখিয়েছেন, তা প্রশংসাযোগ্য। আপনাদের জন্যই এই জয় এসেছে। আপনারা জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করেছেন। এমন একজনকে বেছে নিয়েছেন, যিনি হারের মাধ্যমে অভিজ্ঞতা সঞ্চয় করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আমি কথা দিচ্ছি, ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিজের কর্তব্য প্রতিটা মুহূর্তে পালন করব। করোনাকে আমাদের হারাতে হবে। দেশকে আবার নতুন করে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে। আপনাদের সহযোগিতা এর জন্য একান্ত কাম্য। আপনারা তৈরি থাকুন, আমরাও তৈরি।’ এভাবেই কার্যত নিন্দুকদের নাড়িয়ে দেওয়ার মতো ভাষণ দিয়েছেন আমেরিকার নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।