আবহবিদরা জানিয়েছিল, ১ লা জুন থেকে কেরালায় ঢুকবে বর্ষা। আর তারপরেই বাংলাতেও বর্ষার আগমন ঘটবে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিন ধরে দক্ষিণবঙ্গে জারি থাকবে কালবৈশাখীর প্রকোপ। কলকাতাতেও এই ঝড়-বৃষ্টির প্রভাব থাকবে। তবে শুধু কলকাতাতে নয়, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এই কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। ভ্যাপসা গরমের দাপটে নাজেহাল বঙ্গবাসী। এই গরমের হাত থেকে রেহাই পেতে বৃষ্টির খুব প্রয়োজন।

বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা গেছে। তাই পশ্চিমবঙ্গে প্রচুর পরিমানে জলীয় বাস্প ঢুকছে আর বজ্রগর্ভ মেঘ তৈরী হয়েছে। সেই জন্যই বৃষ্টির আগমন হচ্ছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ইতিমধ্যেই ঢুকে পড়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now
এদিকে আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। রবিবার সকালেও বিভিন্ন জেলাতে বৃষ্টি হয়েছিল। কোথাও হালকা তো কোথাও ভারী বৃষ্টিপাত হয়েছে। আজ ও হাওড়া, দুর্গাপুর, বর্ধমান, কালনাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। আগামী ৫ দিন ধরেই এই ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
