Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চিন্তা নেই, এখনো সিগারেটের ভাবনা মাথায় আসেনি, অজয়কে আশ্বাস দিলেন কাজল

তারকা দম্পতির মধ্যে চলছে জোর টক্কর। প্রতিযোগিতার সূচনা করে নিজেই ফলাফল ঘোষণা করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন। চ্যালেঞ্জ টা হল এটা নিয়ে কে ভালো সিগারেট হাতে নিয়ে সংলাপ বলতে…

Avatar

তারকা দম্পতির মধ্যে চলছে জোর টক্কর। প্রতিযোগিতার সূচনা করে নিজেই ফলাফল ঘোষণা করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন। চ্যালেঞ্জ টা হল এটা নিয়ে কে ভালো সিগারেট হাতে নিয়ে সংলাপ বলতে পারে। আর সংলাপটা ও কিন্তু সিগারেট নিয়েই, বলতে গেলে সিগারেট জ্বালানো নিয়ে।

দুটি ছবির ক্লিপ জুড়ে একটি নতুন চ্যালেঞ্জ সামনে নিয়ে আসলেন অজয় দেবগন। এর মধ্যে একটি হলো কাজলের ত্রিভঙ্গ এবং নিজের রানওয়ে ৩৪। আর দুটি ছবিতে রয়েছে এই একই রকম সংলাপ। প্রথম সংলাপে কাজলকে দেখা যাচ্ছে ফোনে কথা বলতে আর হাতে রয়েছে একটি সিগারেটের প্যাকেট ধরা। প্যাকেটের মুখটা ধরে রেখেছেন তিনি। তার সামনে এসে দাঁড়ালেন একজন মহিলা। সেই সময় কাজল অন্য একজনের সাথে ফোনে কথা বলছিলেন। আজমকা সেই মহিলা তার সামনে চলে আশায় তিনি যান চমকে। মহিলাকে কাজল প্রশ্ন করেন, “কি হয়েছে?” তার উত্তরে মহিলা বলেন, “ম্যাম এখানে সিগারেট খাওয়ায় নিষেধাজ্ঞা আছে।” কাজল প্যাকেটটি তুলে ধমক দিয়ে প্রশ্ন করেন, “জ্বলছে কি?” মহিলা “না” উত্তর দিলেই উল্টোদিকে কাজল প্রশ্ন করেন, “তাহলে?”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এর পরের ক্লিপে আবার দেখা যায়, অজয় দেবগন দাঁড়িয়ে রয়েছেন একটি শৌচাগারের ভিতরে এবং মুখে রয়েছে একটি না জ্বালানো সিগারেট। হাতে রয়েছে একটি লাইটার। এক ব্যক্তি বেসিনে হাত ধুতে বললেন, “এখানে সিগারেট খাওয়া যাবে না।” লাইটারে খুট করে আওয়াজ করতে করতে অজয় ভারী গলায় বললেন, “জ্বালাইনি তো।” এই ভিডিওটি পোস্ট করে অজয় তার স্ত্রীর প্রশংসা করে লিখেছেন, এখানে কাজল আমাকে হারিয়ে দিয়েছে। অন্যদিকে, অজয়ের পোষ্টের নিচে কমেন্ট বক্সে কাজল লিখলেন, “চিন্তা করো না, সিগারেটের টান দেওয়ার কথা এখনো ভাবি নি।”

About Author