Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কবিগুরুর গানের লাইন কিয়ারা আডবানির বুকে, ভাইরাল সেই ছবি

বিতর্কও পিছু ছাড়ল না অভিনেত্রী কিয়ারা আডবানির। সদ্য সাফল্যের মুখ দেখে একটু গুছিয়ে কাজ করতে যেই না উদ্যত হয়েছেন এই অভিনেত্রী। যদিও বলিউডের দোলাচলে বিতর্ক ও সমস্যায় জড়িয়ে পড়া কোনো…

Avatar

বিতর্কও পিছু ছাড়ল না অভিনেত্রী কিয়ারা আডবানির। সদ্য সাফল্যের মুখ দেখে একটু গুছিয়ে কাজ করতে যেই না উদ্যত হয়েছেন এই অভিনেত্রী। যদিও বলিউডের দোলাচলে বিতর্ক ও সমস্যায় জড়িয়ে পড়া কোনো নতুন বিষয় নয়। বক্সঅফিসে সফল কবীর সিং গার্ল পড়লেন এক নতুন ফ্যাসাদে।

নেটফ্লিক্সের একটি ওয়েব শো তে কাজ করার দৌলতে তার নতুন একটি লুক প্রকাশিত হয় সোশ্যাল মিডিয়ায়, আর সেই জাগয়াতেই নেটিজেনদের তুমুল আপত্তি। কিয়ারার উন্মুক্ত দ্বিবক্ষবিভাজিকার মাঝে লেখা রয়েছে কবিগুরুর গানের লাইন ‘একলা চলো রে’ যা নিয়ে আপত্তি উঠছে নেটদুনিয়ায়। ইউজাররা এই ঘটনাকে অত্যন্ত আপত্তিকর বলে চিহ্নিত করেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : করোনা আতঙ্কে পিছিয়ে গেল ‘সূর্যবংশী’ সিনেমার মুক্তির তারিখ

বেশ কিছুদিন আগেই দোলের বসন্তোৎসবে রবীন্দ্রভারতীর প্রাঙ্গনে ঘটে যাওয়া সাদৃশ্যমূলক ঘটনাতে উত্তাল হয়ে ওঠে গোটা বাংলা; যেহেতু ছাত্রছাত্রীরা কবিগানকে বিকৃত করে লিখেছিলেন নিজেদের বুকে ও পিঠে। পরবর্তীকালে অবশ্য দোষীদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের সমঝোতায় সবটুকু আয়ত্তে আসে।

এই ঘটনার আঁচ নিভতে না নিভতেই আবারো স্ফুলিঙ্গসহ জ্বলে উঠল রোষের আগুন। একের পর এক তির্যক মন্তব্যের তীর আসতে থাকে কিয়ারার দিকে, ফলে সিরিজ নিয়ে স্থায়ীভাবে বিশেষ কিছু বলা সম্ভবপর নয়। ছবিটির বিরুদ্ধে জনমত বিরাট আকার ধারন করায় সেটি তৎক্ষনাৎ সামাজিক মাধ্যম থেকে সরিয়ে নেওয়ার যথাসাধ্য চেষ্টা করা হয়। এই নিয়ে বারংবার রবি ঠাকুরের অবমাননা বক্তব্যটিই পেশ করছেন বুদ্ধিজীবীরা। এই রবিবিভ্রাট কী চলতেই থাকবে পরবর্তী সময়ে, আপনার কী মনে হয়?

About Author