Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লাল লেহেঙ্গা চোলিতে কাঁচা বাদম গার্ল অঞ্জলি অরোরার হট নাচ, ভিডিও ভাইরাল হয়েছে (Watch Video)

ভুবন বাদ্যকরের 'কাঁচা বাদাম' গানের সঙ্গে নাচ কর3 ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছিলেন অঞ্জলী আরোরা। এবারে নতুন করে তার সর্বশেষ নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে।…

Avatar

ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গানের সঙ্গে নাচ কর3 ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছিলেন অঞ্জলী আরোরা। এবারে নতুন করে তার সর্বশেষ নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে। সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে ‘সেলফি’ ছবির ‘কুড়ি চামকেলি’ গানে অঞ্জলি নাচছেন। অক্ষয় কুমার, হানি সিং এবং ডায়না পেন্টির ব্লকবাস্টার পারফরম্যান্সের কারণে গানটি মুক্তির পর থেকে বিভিন্ন প্ল্যাটফর্মে জনপ্রিয়তা পেয়েছে। আর এবারে অঞ্জলী আরোরাও ভাইরাল হলেন এই গানের সাথেই নাচ করে।

অঞ্জলি অরোরা তার সাহসিকতার পরিচয় দিয়েছেন এই নাচের ভিডিওতে। ভিডিওতে অঞ্জলিকে লাল লেহেঙ্গায় দেখা যেতে পারে। তার টোনড বডি এবং কার্ভি ফিগার প্রশংসা পাওয়ার যোগ্য। তার নানারকম অভিব্যক্তি এবং গানের কথার সঙ্গে মানানসই ভঙ্গিমা দেখে চমকে গিয়েছেন দর্শকরা। এই গানের সঙ্গে অঞ্জলীর এই নাচ দেখে দর্শকরা বলছেন, এই গানের ভিডিওতে তাকেই গ্রহন করা যেত। অনেকে আবার বলছেন, এই গানের আসল তারকাদের থেকেও কোনো কোনো দিকে বেটার অঞ্জলী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভুবন কাকুর ‘কাচ্চা বাদাম’ গানে নাচের ভিডিও তৈরি করার পর থেকেই লাইমলাইটে রয়েছেন অঞ্জলী আরোরা। এই নতুন ভিডিওতেও তার সাহসী এবং অভিনব আন্দাজ তাকে একটি বিশাল ফ্যান ফলোয়িং দিয়েছে বলা যায়। তবে, কাচা বাদাম গানের সাথে নাচ করে তিনি যতটা জনপ্রিয়তা পেয়েছিলেন তার ধারে কাছেও নেই এই ভিডিওটির জনপ্রিয়তা। ভাইরাল হওয়ার পর থেকেই, অঞ্জলি তার নাচের ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন দর্শকদের সঙ্গে। তার ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে, তিনিও হয়ে উঠেছেন একজন তারকা। খুব শীঘ্রই তাকে আমরা বলিউডের সিনেমাতে অভিনয় করতেও দেখতে পারি।

About Author