Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘বন্ধু’ নুসরতের কাছ থেকে রাজনীতির টিপস নেবেন না যশ, জানিয়ে দিলেন নিজেই 

Updated :  Saturday, February 20, 2021 10:54 PM

নুসতর জাহানের (Nusrat Jahan) সাথে যখন অভিনেতা যশ দাশগুপ্তের প্রেমের জল্পনা যখন আগুনের মতো ছড়িয়ে পড়ছে, তখনই গেরুয়া শিবিরে যোগ দিয়ে সকলকে চমকে দিয়েছেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। চলতি সপ্তাহের শুরুতেই যশ দাশগুপ্ত যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। আগামী বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের তুরুপের অন্যতম তাস হতে চলেছেন অভিনেতা। দেব-মিমি-নুসরতের মতো শাসক শিবিরের হেভিওয়েট তারকাদের টেক্কা দিতে বাংলা বিজেপির বাজি অভিনেতা যশ।

ইন্ডাস্ট্রিতে বরাবরই নুসরত মিমি যশের কাছের বন্ধু হিসাবে পরিচিত। দুই জনেই বিরোধী দল তথা বাংলার শাসক দল তৃণমূলের সাংসদ। ভালো বন্ধু নুসরতের কাছ থেকে কি রাজনীতির পাঠ নেবেন অভিনেতা? সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুলেছেন যশ দাশগুপ্ত। যশ সম্প্রতি জানিয়েছেন,” কেবলই নুসরত, মিমি নয়, দেবই আমাকে মেসেজ করেছে শুভেচ্ছা জানিয়ে। তবে রাজনীতির পাঠ আমি কারুর থেকেই নিতে চাইব না। আমি যে দলে ঢুকেছি তার থেকে বড় রাজনৈতিক টিপস আমাকে অন্য কেউ দিতে পারবে না।”

বিরোধী দলের সদস্য হলেও রাজনীতিতে যশের চেয়ে সিনিইয়র দেব-মিমি-নুসরতরা। তবে সোজাসাপটা ভাবে অভিনেতা বলেন,”টিপসে বিশ্বাস কী করে করা যাবে, যে ফিল্ডের কথা হচ্ছে সেখানে টিপস তো অ্যান্টি হয়ে যেতে পারে। যদি দুটো আলাদা টিম হয়, তাহলে মাঠের বাইরে তোমরা যতই বন্ধু হও না কেন তুমি যদি অন্য কোনও টিমের সদস্যের কাছে টিপস নিতে যাও তাহলে তো তোমার টিম হেরে যাবে।”

বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হচ্ছেন সেই জল্পনা উড়িয়ে দিলেন না যশ। ভোটে জিতলে নিজের এলাকার মানুষের সঙ্গে জনসংযোগটা জোরদার করতে চান। জোর গলায় বললেন, আমার এলাকার মানুষদের যেন আমাকে নিয়ে কোনও অভিযোগ না থাকে। তারা এটা না বলেন, এদের (তারকাদের) ভোটের পর আর দেখা যায় না। কিন্তু সব স্ট্র্যাটেজি এখন ফাঁস করব না’।

আগামিদিনে অভিনয় না ছাড়লেও রাজনীতিটাই মূল ফোকাস হতে চলেছে যশের জানালেন গেরুয়া শিবিরের এই তুরুপের তাস। নুসরত-যশের ব্যক্তিগত সম্পর্কের চর্চা যখন সংবাদ শিরোনামে ঠিক সেই সময় যশের পদ্ম শিবিরে যাওয়াটা আরও বেশি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।