কেরিয়ার

এক সঙ্গে প্রচুর চাকরির সুযোগ, নতুন বছরের আগেই হয়তো বদলাবে ভাগ্য, জেনে নিন কবে কোন পরীক্ষা

Advertisement

Advertisement

উত্তরাখণ্ড পাবলিক সার্ভিস কমিশন ২০২৩-২৪ সালের পরীক্ষার ক্যালেন্ডার প্রকাশ করেছে। ২০টি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন বিভাগের সহকারী হিসাবরক্ষক, নিরীক্ষক পরীক্ষা গত মাস থেকে শুরু হয়েছে। বন বিভাগের বন সংরক্ষিত পরীক্ষা অক্টোবরে অনুষ্ঠিত হবে। আগামী ১৫ অক্টোবর মূল পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরিবহন করপোরেশনের বিভাগীয় পরিদর্শক প্রধান পরীক্ষা আগামী ১৬ ও ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।

Advertisement

আগামী ৫ নভেম্বর কার্টোগ্রাফার ও ড্রাফটারের মূল পরীক্ষা নেওয়া হবে। নগর উন্নয়ন বিভাগের সিল্ক বিভাগের কো-অপারেশন সুপারভাইজার ও এনভায়রনমেন্ট সুপারভাইজার (গ্রুপ-সি) এর মূল পরীক্ষা আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। নগরোন্নয়ন বিভাগের নির্বাহী কর্মকর্তা, কর ও রাজস্ব পরিদর্শকের মূল পরীক্ষা ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। নগরোন্নয়ন বিভাগের স্যানিটেশন ইন্সপেক্টরের প্রধান পরীক্ষা ৩ ডিসেম্বর নেওয়া হবে। ভেটেরিনারি অফিসার (গ্রেড-২) মূল পরীক্ষা আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

Advertisement

Advertisement

আগামী ১৭ ডিসেম্বর সচিবালয় প্রশাসন, সরকারি কর্ম কমিশন, রাজস্ব কাউন্সিল কর্মকর্তা ও সহকারী রিভিউ অফিসারের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গণপূর্ত অধিদপ্তরের নগর ও গ্রাম পরিকল্পনা বিভাগের সহকারী পরিকল্পনাবিদ ও সহকারী স্থপতি পরিকল্পনাবিদ স্ক্রিনিং পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আগামী ২৩, ২৪, ২৬ ও ২৭ ডিসেম্বর বিভিন্ন বিভাগ ও সংস্থার সম্মিলিত জুনিয়র ইঞ্জিনিয়ার প্রধান পরীক্ষা অনুষ্ঠিত হবে। আখ সুপারভাইজার, দুধ সুপারভাইজার গ্রুপ সি প্রধান পরীক্ষা ২৮ জানুয়ারি, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে।

আগামী ৩ ফেব্রুয়ারি সরকারি শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠানের গ্রুপ সি’র মূল পরীক্ষা অনুষ্ঠিত হবে। কৃষি, উদ্যানতত্ত্ব, পশুপালন বিভাগের সহকারী কৃষি কর্মকর্তা, উদ্যান তত্ত্বাবধায়ক, পশুখাদ্য সহকারী এবং গ্রুপ সি প্রধান পরীক্ষা ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। রাজ্য সম্পত্তি বিভাগের মূল পরীক্ষা ২ মার্চ অনুষ্ঠিত হবে। রাজ্য সম্পত্তি বিভাগ, পাবলিক সার্ভিস কমিশনের প্রশাসক এবং প্রশাসনিক একাডেমি প্রশাসনের মূল পরীক্ষা ১৬ মার্চ অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্র বিভাগের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির মূল পরীক্ষা হবে ৩১ মার্চ। বিভিন্ন বিভাগের তদন্তকারী, কম্পিউটার, সহকারী পরিসংখ্যান কর্মকর্তার মূল পরীক্ষা আগামী ৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। উচ্চশিক্ষা অধিদফতরের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, উচ্চশিক্ষা অধিদফতরের (গ্রুপ-সি) মূল পরীক্ষা আগামী ২৩ থেকে ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে।

১৯টি প্রজ্ঞাপনে কোর্স অনুমোদনের জন্য সরকার ও সংশ্লিষ্ট বিভাগে চিঠি পাঠানো হয়েছে। এরপর পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে। এদের মধ্যে বন বিভাগের স্কলার, ফরেস্ট সার্কেল অফিসার, জিওলজি অ্যান্ড মাইনিং ইউনিট, শিল্প অধিদপ্তরের কারিগরি সহকারী, ভূপদার্থবিদ্যা, ফায়ার অফিসার, পুলিশ সাব-ইন্সপেক্টর, লোনিভি সহকারী স্থপতি, বিভিন্ন বিভাগের ব্যক্তিগত সহকারী, সহকারী মাশরুম উন্নয়ন কর্মকর্তা, বাগান পরিদর্শক, শ্রম প্রয়োগকারী কর্মকর্তা, আয়ুর্বেদিক ও ইউনানী সার্ভিসের বৈজ্ঞানিক কর্মকর্তা, আইন বিজ্ঞান গবেষণাগারের সিনিয়র বৈজ্ঞানিক সহকারী, মাধ্যমিক শিক্ষা মুখপাত্র, খাদ্য নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন।

Recent Posts