টেক বার্তা

প্লেনে যাত্রা করার সময় পাবেন ফুল নেটওয়ার্ক, Jio আনছে ইনফ্লাইট কানেক্টিভিটি প্ল্যান

Advertisement
Advertisement

ভারতের সবথেকে বড় টেলিকম অপারেটর কোম্পানি রিলায়েন্স জিও সম্প্রতি লঞ্চ করে দিয়েছে তাদের নতুন ইনফ্লাইট কানেক্টিভিটি প্ল্যান। এই প্লান রিচার্জ করলে আপনারা প্লেনে যাত্রা করার সময় নেটওয়ার্ক কানেক্টিভিটি পেয়ে যাবেন। আপনারা হয়তো সকলেই জানেন, প্লেনে কোন রকম সাধারণ নেটওয়ার্ক কানেক্টিভিটি কাজ করে না। সেখানে আপনাকে অতিরিক্ত টাকা দিয়ে প্লেন এর নিজস্ব ওয়াইফাই কানেকশন ব্যাবহার করতে হয়। কিন্তু এবার থেকে জিও গ্রাহকরা ফ্লাইটে পেয়ে যাবেন সাধারণ নেটওয়ার্ক কানেক্টিভিটি ব্যবহার করার সুবিধা এবং ভয়েস কল VoWIFI সুবিধা।

Advertisement
Advertisement

এই নেটওয়ার্ক কানেক্টিভিটি তৈরি করার জন্য রিলায়েন্স জিও যুক্ত হয়েছে AeroMobile এর সঙ্গে। এটি একটি ব্রিটিশ কোম্পানি যা ফ্লাইটে নেটওয়ার্ক কানেক্টিভিটি দিয়ে থাকে। এই কোম্পানির ইনফ্লাইট কানেক্টিভিটি সার্ভিস বর্তমানে ২২টি এয়ারলাইন্স কোম্পানি তে ব্যবহৃত হয়। কিন্তু কীভাবে কাজ করবে এই AeroMobile 3G ? আসুন জেনে নেওয়া যাক।

Advertisement

১) জিও প্রিপেইড এবং পোস্টপেইড ব্যবহারকারীদের প্রথমে IFC 24 Hour প্যাক কিনে ফেলতে হবে, বিমানে যাত্রা করার আগে। আপনার একাউন্টে এই প্ল্যান আগে থেকে থাকতে হবে, কিন্তু এটি কাজ করবে না যতক্ষন না আপনি প্লেনে উঠছেন।

Advertisement
Advertisement

২) এইবারে যখন আপনি প্লেনে চড়বেন তখন আপনাকে নিজের মোবাইল ফোনের এয়ারপ্লেন মোড অন করতে হবে। যখন আপনার বিমান ২০,০০০ ফুট এর উচ্চতা অতিক্রম করে যাবে, তখন আপনি ফ্লাইট মোড বন্ধ করে ডাটা রোমিং চালু করবেন।

৩) যদি সেই মুহূর্তে AeroMobile 3G এর সঙ্গে আপনার মোবাইল নেটওয়ার্ক কানেক্ট না হয় তা হলে তৎক্ষণাৎ সেটিং-এ গিয়ে নিজে থেকে সেটিং পরিবর্তন করবেন। আপনার নেটওয়ার্ক প্রোভাইডার হিসেবে সিলেক্ট করুন AeroMobile।

৪) এবারে AeroMobile আপনার সিমের ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর পাঠাবে। তারপরে আপনার জিও নেটওয়ার্কের IFC 24 Hour প্যাক চালু হয়ে যাবে। এই প্যাক চালু হয়ে যাবার পরে, আপনার কাছে একটি এসএমএস আসবে।

৫) আবার যখন নামার সময় আপনার বিমান ২০,০০০ ফুটের নিচে চলে আসবে তখন এই নেটওয়ার্ক কানেকশন আপনা আপনি বন্ধ হয়ে যাবে। যদি আপনার প্রথম যাত্রায় ২৪ ঘন্টা না লাগে তাহলে, পরবর্তী বিমানযাত্রার আপনি বাকি সময়টা ব্যবহার করতে পারবেন।

Advertisement

Related Articles

Back to top button