সান্তা গিফট দেওয়ার আগেই বড়দিনের গিফট নিয়ে হাজির হল জিও

Advertisement

Advertisement

বড়দিন আসতে না আসতেই উপহারের লিস্ট হাতে হাজির সান্টা, না এসেছে জিও। গ্রাহকদের কথা মাথায় রেখে জিও নিয়ে এসেছে তাদের একাধিক নতুন পরিষেবা।

Advertisement

২৮ দিনের প্ল্যান

Advertisement
  • ১২৯ টাকায় প্ল্যান এ থাকছে আনলিমিটেড কল আপনি আনলিমিটেড ভাবে কথা বলতে পারবেন। অন্য নেটওয়ার্কে পাবেন হাজার মিনিট এবং ২ জিবি ডেটা এটি ২৮ দিনের জন্য।
  • ১৯৯ টাকার প্ল্যানে থাকছে আনলিমিটেড কল, অন্য নেটওয়ার্কে পাবেন হাজার মিনিট এবং প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাবেন ২৮ দিনের জন্য।
  • ২৪৯ টাকায় প্ল্যানে থাকছে আনলিমিটেড কল, অন্য নেটওয়ার্কে পাবেন হাজার মিনিট এবং প্রতিদিন ২ জিবি ডেটা ব্যবহারের সুযোগ এই প্ল্যান ২৮ দিনের জন্য।
  • ৩৪৯ টাকার প্ল্যানে থাকছে আনলিমিটেড কল, নেটওয়ার্কে পাবেন হাজার মিনিট এবং প্রতিদিন ৩ জিবি ডেটা ব্যবহারের সুযোগ এই প্ল্যান টি ২৮ দিনের জন্য।

এবার চলুন দেখে নিন ৫৬ দিনের ভ্যালিডিটি প্ল্যান।

Advertisement
  • ৩৯৯ টাকার প্ল্যানে আনলিমিটেড কল পাবেন অন্য নেটওয়ার্কে পাবেন দুই হাজার মিনিট এবং প্রতিদিন ১. ৫ জিবি ডেটা ব্যবহারের সুযোগ এর বৈধতা থাকবে ৫৬ দিন।
  • ৪৪৪ টাকার প্ল্যানে আপনি আনলিমিটেড কথা বলতে পারবেন, অন্য নেটওয়ার্কে পাবেন ২০০০ মিনিট। প্রতিদিন ২ জিবি ডেটা ব্যবহারের সুযোগ এই বৈধতা থাকবে ৫৬ দিন।

এবারে৮৪ দিনের ভ্যালিডিটি প্ল্যান

  • ৩২৯ টাকার প্ল্যানে থাকছে আনলিমিটেড কল অন্য নেটওয়ার্কে পাবেন ৩০০০ মিনিট এবং মোট ৬ জিবি ব্যবহারের সুযোগ ৮৪ দিন পাবেন।
  • ৫৯৯ টাকা প্ল্যানে থাকছে আনলিমিটেড কোন নেটওয়ার্কে পাবেন ৩০০০ মিনিট প্রতিদিন ১.৫ জিবি ডাটা ব্যবহারের সুযোগও আপনি পেয়ে যাবেন এই প্ল্যান টির বৈধতা থাকবে ৮৪ দিন।

৩৬৫ দিন এর ভ্যালিডিটি প্ল্যান এবার দেখে নিন

  • ১২৯৯ টাকার প্ল্যান এ থাকছে আনলিমিটেড কল, নেটওয়ার্কে পাবেন ১২০০০ মিনিট এবং মোট ব্যবহারের বৈধতা ৩৬৫ দিন।
  • ২১৯৯ টাকার প্লানে থাকছে আনলিমিটেড কল এবং নেটওয়ার্কে পাবেন ১২০০০ মিনিট কথা বলার সুবিধা প্রতিদিন ১.৫ জিবি ডেটা ব্যবহারের সুযোগ এই প্লান্টের বৈধতা থাকবে ৩৬৫ দিন।

এই সমস্ত প্লেনের পাশাপাশি জিও টিভি, জিও সিনেমা, জিও নিউজ, জিও সিকিউরিটি, জিও ক্লাউড অ্যাপ বিনামূল্যে ব্যবহার করা যাবে।

Tags: JIO