Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Recharge Plan: দৈনিক ২ জিবির সঙ্গে অতিরিক্ত ২০ জিবি ডেটা ফ্রি, ধামাকা লাভের অফার দিচ্ছে Jio

বর্তমানে দেশের বিভিন্ন টেলিকম সংস্থাগুলির মধ্যে টক্করে এগিয়ে রয়েছে রিলায়েন্স জিও (Reliance Jio)। বহু গ্রাহক যুক্ত হচ্ছেন এই সংস্থার সঙ্গে। আর তাদের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে নতুন নতুন রিচার্জ…

Avatar

By

বর্তমানে দেশের বিভিন্ন টেলিকম সংস্থাগুলির মধ্যে টক্করে এগিয়ে রয়েছে রিলায়েন্স জিও (Reliance Jio)। বহু গ্রাহক যুক্ত হচ্ছেন এই সংস্থার সঙ্গে। আর তাদের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে নতুন নতুন রিচার্জ প্ল্যান বা অফার নিয়ে আসছে জিও। বিভিন্ন ধরণের কুপন, ক্যাশব্যাকের পাশাপাশি মাঝে মাঝেই অতিরিক্ত ডেটাও দেওয়া হয়ে থাকে জিওর তরফে। এমনি একটি রিচার্জ প্ল্যানে ২ জিবি ডেটার সঙ্গে অতিরিক্ত আরো ২০ জিবি ডেটা বিনামূল্যে দিচ্ছে জিও। জেনে নিন এই রিচার্জ প্ল্যানটির ব্যাপারে বিস্তারিত ভাবে।

গ্রাহকদের চাহিদা দিনে দিনে বেড়েই চলেছে। বর্তমানে ডিজিটালাইজেশনের বাড়বাড়ন্তের জন্য ইন্টারনেটের চাহিদা এক ধাক্কায় বেড়েছে অনেকটাই। কম টাকা খরচ করে বেশি ডেটা পেতে কে না চায়। জিওর কয়েকটি রিচার্জ প্ল্যানে পাওয়া যাচ্ছে এমনই সুবিধা। বর্তমানে আইপিএল এর আবহে ক্রিকেটপ্রেমীদের জন্য এক দুর্দান্ত প্ল্যান নিয়ে এসেছে জিও। ডেটা শেষ হয়ে গিয়ে মাঝপথে যাতে ম্যাচের আনন্দ না মাটি হয় সেই কারণে এই প্ল্যানে দেওয়া হচ্ছে অতিরিক্ত ডেটা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বর্তমানে জিওর দুটি ক্রিকেট প্ল্যান রয়েছে। ৭৪৯ টাকার জিও আইপিএল প্ল্যান দিয়ে রিচার্জ করালে প্রতিদিন ২ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০ টি এসএমএস এর সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি ক্রিকেট অফার হিসেবে অতিরিক্ত ২০ জিবি ডেটা দিচ্ছে জিও। তাই যাদের ইন্টারনেট বেশি প্রয়োজন হয় তাদের জন্য এই প্ল্যানটি বেশ লাভজনক হবে। এছাড়াও এই প্ল্যানে পাওয়া যাবে Jio Saavn, জিও সিনেমা, জিও টিভি, জিও ক্লাউড এর মতো অ্যাপগুলির ফ্রি সাবস্ক্রিপশন। ৭৪৯ টাকা রিচার্জে এই প্ল্যানটি চলবে ৯০ দিন। তবে আইপিএল এর মধ্যে অর্থাৎ ২৬ মে এর মধ্যেই এই প্ল্যান নিতে হবে।

৩৯৮ টাকা দিয়ে জিওর দ্বিতীয় ক্রিকেট প্ল্যানটি নিলে পাওয়া যাবে দৈনিক ২ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০ টি এসএমএস। এই প্ল্যানেও পাওয়া যাবে Jio Saavn, জিও সিনেমা, জিও টিভি, জিও ক্লাউড এর মতো অ্যাপগুলির ফ্রি সাবস্ক্রিপশন। তবে এখানে ২০ জিবির বদলে পাওয়া যাবে অতিরিক্ত ৬ জিবি ডেটা। এই রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি রয়েছে ২৮ দিনের।

About Author