Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাত্র ৩৯ টাকায় দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির Jio, জানুন কী কী সুবিধা পাবেন

জনপ্রিয় টেলিকম কোম্পানি Jio তাদের গ্রাহকদের বেশির ভাগ সাশ্রয়ী প্ল্যান অফার করে থাকে। এর পরে Jio গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে একের পর এক নতুন প্ল্যান এনেই চলেছে। সম্প্রতি Jio…

Avatar

By

জনপ্রিয় টেলিকম কোম্পানি Jio তাদের গ্রাহকদের বেশির ভাগ সাশ্রয়ী প্ল্যান অফার করে থাকে। এর পরে Jio গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে একের পর এক নতুন প্ল্যান এনেই চলেছে। সম্প্রতি Jio ৯৮ টাকার প্রি পেইড ফের চালু করেছে। ঠিক সেই ভাবে কোম্পানি লঞ্চ করেছে আরও এক নতুন সাশ্রয়ী প্ল্যান। এই প্ল্যানের দাম রাখা হয়েছে ৩৯ টাকা। তবে এই প্ল্যান কেবল উপলব্ধ করা হয়েছে Jiophone অর্থাৎ জিও ফিচার ফোন ব্যবহারকারী মেম্বারদের জন্য। চলুন জানা যাক এই প্লানের সুবিধাগুলি সম্পর্কে বিস্তারে,

Jio এর ৩৯ টাকার প্ল্যান

Jio এর ৩৯ টাকার প্ল্যানে গ্রাহককে কোম্পানি তরফ থেকে প্রথম যে সুবিধা টি দেওয়া হচ্ছে তা হল কলিং। এই সস্তা প্ল্যানেও কোম্পানি গ্রাহককে দিচ্ছে আনলিমিটেড কলিং এর সুবিধা। এই প্ল্যানে অপর যে সুবিধাটি গ্রাহক পাবেন সেটি হল ১৪ দিনের বৈধতা। অন্যদিকে এই প্ল্যানে রয়েছে ২.৮ জিবি ডেটার সুবিধা ও। অর্থাৎ Jiophone গ্রাহকদের জন্য এই প্ল্যান একটি অন্যতম বিকল্প হতে চলেছে বলা চলে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে Jio বর্তমানে এই প্ল্যানে দিচ্ছে দ্বিগুণ বৈধতা। গ্রাহক পাবেন ১৪ দিনের স্থানে ২৮ দিনের ভ্যালিডিটি। অন্যদিকে Jio এর বিভিন্ন অ্যাপের সাবস্ক্রিপশন ও গ্রাহক পাবেন একদম বিনামূল্যে। লকডাউন পরিস্থিতিতে ক্রমে বেড়ে চলেছে সস্তা প্ল্যানের চাহিদা। এমন অবস্থায় প্রয়োজন মাফিক গ্রাহকদের সস্তা এবং সাশ্রয়ী প্ল্যান অফার করে চলেছে মুকেশ আম্বানির সংস্থা জিও।

About Author